বিস্তীর্ণ মাঠজুড়ে শোভা পাচ্ছে ‘সুগন্ধি কালিজিরা’
আজকের টাঙ্গাইল
প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৩

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় চলতি মৌসুমে আমনের পাশাপাশি বিস্তীর্ণ মাঠজুড়ে শোভা পাচ্ছে ‘সুগন্ধি কালিজিরা’ ধান। এরইমধ্যে ধান কাটা শুরু হয়েছে। ফলন ও বাজার দর ভালো পাওয়ায় কৃষকরা খুবই খুশি। এক সময় কালিজিরা ধান বেশ জনপ্রিয় ছিল। দীর্ঘ বছরের ব্যবধানে উফশী ও উচ্চ ফলনশীল নানা জাতের ধান আবাদ করলেও সৌখিন কৃষকরা এ ধানকে আজো ধরে রেখেছে।
উপজেলা কৃষি অফিস জানায়, চলতি রোপা আমন মৌসুমে পৌর শহরসহ উপজেলায় ৪ হাজার ৩শ হেক্টর জমিতে আমন ধানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। এরমধ্যে ৭৮ হেক্টর জমিতে কালিজিরা ধান আবাদ করা হয়। যা গত বছর থেকে ৩০ হেক্টর বেশি।
এ উপজেলায় কালিজিরা ধানের বেশ পরিচিত রয়েছে। এ জাতের ধান সাধারণত কালো বর্ণের হয়। যা অন্য ধানের চেয়ে আকার অনেক ছোট হয়। তাছাড়া অন্য জাতের ধান আবাদে বিঘা প্রতি যেখানে ২০-২২ মণ ধান পাওয়া সেখানে সুগন্ধি ধান পাওয়া যাচ্ছে ৫-৭ মণ। স্থানীয় বাজারে অন্য জাতের চাল প্রতি কেজি যেখানে ৭০-৭৫ টাকা বিক্রি হচ্ছে সেখানে এই চাল বিক্রি হচ্ছে ১৩০-১৫০ টাকায়। এতে কৃষকরা বেশ লাভবান হচ্ছেন।
কৃষকরা জানায়, এ ধান আবাদ করতে সার, সেচ, পরিচর্যা কম লাগছে। এ ধান চাষে লাভবান হওয়ায় কৃষকদের মাঝে বেশ সারা পড়েছে। তাছাড়া ধনী-দরিদ্র সবার মাঝে সুগন্ধি চিকন চালের বেশ কদর রয়েছে। পরিবার পরিজন, জামাই খাওয়ানোর পাশপাশি অতিথি আপ্যায়নে এই সুগন্ধি চাল দিয়ে-পুলি, পোলাও, বিরিয়ানি, খিচুরি, ক্ষির, পায়েস, ফিরনি ও জর্দাসহ নানা রকমের সুস্বাদু মুখরোচক খাবার তৈরি হওয়ায় এর চাহিদার যেন কমতি নেই।
জানা গেছে, পৌর শহরের তারাগন, দেবগ্রাম, উপজেলার নারায়নপুর, উমেদপুর, আদমপুর, ধাতুরপহেলা, তুলাবাড়ি, মোগড়া, দরুইনসহ বিভিন্ন এলাকায় উচ্চ ফলনশীল আমন ধানের পাশাপাশি সৌখিন কৃষকরা সুগন্ধি জাতের কালিজিরা ধান আবাদ করেছে। মাঠ জুড়ে এখন সুগন্ধি ধানের সমারোহ। এরইমধ্যে আগাম জাতের ধান কাটা নিয়ে স্থানীয় কৃষকরা এক প্রকার ব্যস্ত সময় পার করছেন।
কৃষক মো. আলম মিয়া বলেন, এক সময় বাপ দাদা সুগন্ধি ধান আবাদ করতেন। বীজসহ নানা কারণে বেশ কয়েক বছর আবাদ করা হয়নি। গত ৪ বছর ধরে আবাদ করছি। এ মৌসুমে প্রায় ১ বিঘা জমিতে কালিজিরা ধান আবাদ করা হয়। এতে ফলন ভালো হয়েছে। গত মৌসুমে প্রতি কেজি কালিজিরা ধানের চাল ১৪০-১৫০ টাকা কেজি বিক্রি হয়েছে। এবারো আশা করছি বিক্রিতে ভালো দাম পাব।
কৃষক মো. বাবুল মিয়া বলেন, নানা প্রতিকূলতা অপেক্ষা করে এ মৌসুমে ৬ বিঘা জমিতে আমন ধান রোপণ করা হয়। এরমধ্যে ১ বিঘা জমিতে কালিজিরা ধান আবাদ করা হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় ধানের ফলন খুবই ভালো রয়েছে। এরইমধ্যে ২ বিঘা জমির ধান কাটা হয়েছে। প্রতি ১ বিঘা জমিতে আমন ধান ১৬ মণ পাওয়া গেছে। দু’এক দিনের মধ্যে কালিজিরা ধান কাটা হবে। আশা করছি বিঘায় ৫ মণ পাব।
পথচারী মো. ফরিদ মিয়া বলেন, রাস্তা দিয়ে আসা যাওয়ার সময় জমিতে পাকা কালিজিরা ধানের সুগন্ধ বের হচ্ছে। যা খুবই ভালো লাগছে।
কৃষক মো. শাহজাহান বলেন, আমন আবাদ থেকে কালিজিরা ধানের খরচ অনেক কম হয়। এই ধানের চাহিদা বেশি। ফলন কম হলেও বিক্রিতে ভালো দাম পাওয়া যায়। জমির ধান পেকেছে। আবহাওয়া ভালো না থাকায় ধান ঘরে তুলতে পারছি না। আকাশ ভালো হলেই ধান কাটা হবে। গত চার বছর ধরে কালিজিরা ধান করছি। গত বছরের থেকে এবার ফলন ভালো হয়েছে।
উপজেলা সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. মাজহারুল ইসলাম ভূঁইয়া ডেইলি বাংলাদেশকে বলেন, এ উপজেলায় ৪ হাজার ৩শ হেক্টর জমিতে ধানের আমন ধান আবাদ করা হয়েছে। এরমধ্যে ৭৮ হেক্টর জমিতে কালিজিরা ধান চাষ হয়েছে। এটি দেশীয় জাতের ধানের মধ্যে অন্যতম। কৃষকরা নিজ আগ্রহে এ জাতের ধান চাষ করছেন। এ ধান আবাদে উৎপাদন খরচ কম থাকায় ও আর্থিকভাবে লাভবান হচ্ছেন কৃষকরা। তাই দিন দিন আবাদ বাড়ছে। ধানের ফলন ভালো রাখতে কৃষকদেরকে সব সময় পরামর্শ দেওয়া হয়। ধান কাটা শুরু হয়েছে। আশা করছি এ মৌসুমে আমনের বাম্পার ফলন হবে।

- স্বতন্ত্রপ্রার্থী চিত্রনায়িকা মাহির মনোনয়ন বাতিল
- চার মাসে রাজস্ব আয় বেড়েছে ১৪.৩৬ শতাংশ
- হালাল পণ্য তৈরি, বিক্রিতে সনদ লাগবে
- দেশে সবুজ কারখানার সংখ্যা বেড়ে ২০৪
- তৈরি পোশাকের নতুন বাজার খোঁজার পরামর্শ
- তৈরি পোশাক শিল্পের উন্নয়নে নানামুখী পদক্ষেপ সরকারের
- যার জনপ্রিয়তা আছে সে জিতে আসুক
- গভীর সমুদ্র থেকে পাইপলাইনে তেল খালাসের যুগে বাংলাদেশ
- কিছু বিদেশি রাষ্ট্র চায় বাংলাদেশ যেন তাদের হুকুম মতো চলে: জয়
- কঠোর অবস্থানে ইসি
- ইসির নির্দেশে দুই জেলার ডিসি বদলি
- যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ায় ‘বাংলাদেশ এভিনিউ’র উদ্বোধন আজ
- নভেম্বর পর্যন্ত রেকর্ড ১২ লাখ ৪ হাজার কর্মী বিদেশ গেছেন
- বিএনপির ৫২ নেতা দল ত্যাগ করে নির্বাচনে
- বৈদেশিক মুদ্রায় রাখা যাবে আমানত
- জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তর
- কৃষি ঋণ খাদ্য নিরাপত্তায় সহায়ক
- জিয়াউর রহমান খুনি ছিলো
- আগামী ১৮ ডিসেম্বরের আগে নির্বাচনি প্রচারণার সুযোগ নেই : ইসি
- প্রতিবন্ধী জনগোষ্ঠীকে বাদ দিয়ে টেকসই উন্নয়ন সম্ভব নয় : রাষ্ট্রপতি
- প্রতিবন্ধী জনগোষ্ঠীকে বাদ দিয়ে রাষ্ট্রের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়
- টেকনাফ সীমান্তে বিজিবির অভিযানে ২লাখ ৬০হাজার পিস ইয়াবা ও আইস জব্দ
- ইসি’র সিদ্ধান্তে আওয়ামী লীগের আস্থা রয়েছে : ওবায়দুল কাদের
- বঙ্গবন্ধুর সোনার বাংলা নির্মাণে প্রধানমন্ত্রী নিবেদিত প্রাণ
- কোটালীপাড়া মুক্ত দিবস আজ
- বিএনপির কালোহাত জনগণই ভেঙে দেবে: ওবায়দুল কাদের
- ডিপফেক থেকে সুরক্ষিত থাকার উপায়
- রংপুরে দ্রুত এগিয়ে যাচ্ছে সড়ক-সেতুর নির্মাণকাজ
- গাজার ভবিষ্যৎ কী হবে তা ঠিক করবে হামাস: এরদোগান
- দেশের জন্য সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে কাজ করতে হবে
- নির্বাচনে দায়িত্ব পালন করবেন কারা, জানালেন ইসি সচিব
- সংসদ নির্বাচনে প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ
- অনলাইনে নির্বাচন ব্যবস্থা সহজ ও পরিশুদ্ধ হবে
- কমলো সরকারিভাবে হজের খরচ
- বিএনপি পারে শুধু ভোট চুরি করতে: প্রধানমন্ত্রী
- চোরাগোপ্তা হামলায় সরকার ফেলা যায় না
- মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ৩০ নভেম্বর
- যমুনায় বঙ্গবন্ধু রেল সেতুর নির্মাণ কাজ ৭৩ ভাগ শেষ
- বরিশাল হবে শান্তির নগরী: পানিসম্পদ প্রতিমন্ত্রী
- জনগণকে অগ্নিসংযোগকারীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ার আহ্বান
- ‘আঞ্চলিক হাবের’ কাজ শুরু
- বাংলাদেশকে ১০ লাখ ডেঙ্গু টেস্টের কিট দেবে চীন: স্বাস্থ্যমন্ত্রী
- সায়মা ওয়াজেদকে রাষ্ট্রপতির অভিনন্দন
- ঢাকা-কক্সবাজার রুটে ট্রেনের চূড়ান্ত সময়সূচি
- সংবিধান বঙ্গবন্ধুর রাজনৈতিক দর্শনেরই দর্পণ: স্পিকার
- ঢাকা-কক্সবাজার ট্রেনে ভাড়া নির্ধারণ
- প্রধানমন্ত্রীর মসজিদে নববী জিয়ারত
- ইইউর সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য
- সাংবাদিক কল্যাণ ট্রাস্টকে আরও ১০ কোটি টাকা দেয়ার ঘোষণা
- বিশ্বমানের চলচ্চিত্র তৈরি করুন: প্রধানমন্ত্রী
