• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

আজকের টাঙ্গাইল

জেগে উঠা পদ্মার চরে বাদামের চাষ, বাম্পার ফলনের আশা

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ১৯ মে ২০২৩  

নাটোরের লালপুরে পদ্মা নদীর জেগে ওঠা চরঞ্চালে ব্যাপকভাবে চীনা বাদাম চাষ করা হয়েছে। বাদামের গাছ দেখে মনে হচ্ছে বালুর উপর সবুজের সমারোহ। এবারে বাদামের বাম্পার ফলনের আশা করছেন কৃষকরা। চরাঞ্চলে পলি মাটি পড়ায় বিগত যে কোন সময়ের চেয়ে বাদাম চাষ এ বছরে বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছেন উপজেলা কৃষি অফিস। 

উপজেলার ঈশ্বরদী,লালপুর সদর,বিলমাড়ীয়া ও দুড়দুড়িয়া এই চার ইউনিয়নে জেগে উঠা চরঞ্চালে ৪৭০ হেক্টর জমিতে বাদাম চাষ করা হয়েছে বলে উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে। সরজমিনে গিয়ে দেখা গেছে, তিলোকপুর, নিমতলী, চর জাজিরা, লালপুর, মোহরকয়া, বিলমাড়ীয়া, নওশারার চরে কৃষকরা ব্যাপক আকারে বাদামের চাষ হচ্ছে। 

আবহাওয়া অনুকূলে থাকলে লক্ষ্যমাত্রার চেয়ে অনেক বেশি বাদাম উৎপাদন হবে বলে জানিয়েছেন কৃষকরা। 
মতামত,তিলোকপুরের আকতার হোসেন,লক্ষীপুরের মতিউর রহমান মনজেত,বিলমাড়ীয়ার হাসান শেখ,মোহরকয়ার সেন্টু,লালপুরের রামকৃষ্ণপুর গ্রামের ফিরোজ হোসেন জানান, এবারে চরাঞ্চলে বাদাম চাষ করেছি। আবহাওয়া অনুকূলে থাকলে বাদামের ফলন অনেক ভালো হবে। 


উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে কৃষকদের প্রশিক্ষণের মাধ্যমে বাদাম চাষে উদ্বুদ্ধ করা হয়েছে। 


তিনি আরো বলেন, লালপুরের চরাঞ্চলে বাদামের চাষ করে কৃষকরা লাভবান হবেন। এই উপজেলার চাষ করা বাদাম দেশের বিভিন্ন এলাকায় সহ বিদেশে যাচ্ছে। এতে কৃষকরা আর্থিক ভাবে স্বাবলম্বী হবে।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল