• সোমবার ১১ ডিসেম্বর ২০২৩ ||

  • অগ্রহায়ণ ২৬ ১৪৩০

  • || ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

ডিএসসিসির স্টোর অফিসার পদে লিখিত পরীক্ষার সূচি প্রকাশ

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ২০ জানুয়ারি ২০২৩  

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) স্টোর অফিসার পদের লিখিত পরীক্ষার সূচি প্রকাশিত হয়েছে। আবেদনকারীদের লিখিত পরীক্ষা ২৬ জানুয়ারি বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
প্রতিষ্ঠানটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ হানিফ অডিটরিয়ামে স্বাস্থ্যবিধি অনুসরণ করে লিখিত পরীক্ষা নেয়া হবে। পরীক্ষায় অংশগ্রহণের জন্য পরীক্ষার্থীরা তাদের প্রবেশপত্র ১৯ জানুয়ারি থেকে এই ওয়েবসাইটের মাধ্যমে সংগ্রহ করতে পারবেন।

প্রবেশপত্র ছাড়া কোনো পরীক্ষার্থীকে পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না। পরীক্ষার্থীদের অবশ্যই মাস্ক পরে পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করতে হবে। মাস্ক ছাড়া পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না।

অনলাইনে প্রবেশপত্র পেতে সমস্যা হলে ১২১ নম্বরে অথবা [email protected] ই-মেইলে যোগাযোগ করা যাবে। পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো টিএ/ ডিএ দেওয়া হবে না।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল