• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

আজকের টাঙ্গাইল

মালাবিতে ঘূর্ণিঝড়ে প্রাণহানির সংখ্যা বেড়ে হয়েছে ৪৯৯

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ২২ মার্চ ২০২৩  

মালাবিতে ঘূর্ণিঝড় ফ্রেডির আঘাতে সোমবার মৃতের সংখ্যা বেড়ে ৪৯৯ হয়েছে। 
এরআগে রোববার সন্ধ্যায় প্রাণহানি ৪৭৬ বলা হয়েছিল। 
বাস্তুতচ্যুত লোকের সংখ্যা চার লাখ, ৯০ হাজার ৯৮ থেকে হয়েছে পাঁচ লাখ আট হাজার ২৪৪ জন।
মালাবির প্রতিরক্ষা বাহিনী ও পুলিশ বাহিনীর নেতৃত্বে তল্লাশি ও উদ্ধার অভিযান চলছে। 
দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের কমিশনার চার্লস কলেম্বা বলেছেন, বাস্তুচ্যুত লোকজনের জন্যে ক্যাম্প আরো বাড়ানো হয়েছে। মোট ক্যাম্পের সংখ্যা দাঁড়িয়েছে ৫৩৪।
আহতের সংখ্যা বেড়ে হয়েছে এক হাজার ৩৩২ জন। এরআগে এ সংখ্যা ছিল ৯১৮। ঘূর্ণিঝড়ে নিখোঁজ হয়েছে ৪২৭ জন।
মালাবির প্রেসিডেন্ট লাজারাস চাকভেরা দুর্যোগ অবস্থা ঘোষণার পর বিদেশী মিশনসমূহ, সরকারি, স্থানীয় ও আন্তর্জাতিক সংস্থাসমূহসহ বিভিন্ন কোম্পানি ও ব্যক্তি মানবিক সহায়তা ও উদ্ধার অভিযানে সহযোগিতায় এগিয়ে এসেছে। 
মানবিক সহয়তার জন্যে সাউদার্ন আফ্রিকান ডেভেলপমেন্ট  কমিউনিটি মালাবির জন্যে তিন লাখ মার্কিন ডলার অনুমোদন করেছে।
উল্লেখ্য, গত শনিবার আফ্রিকান দেশ মালাবি, মোজাম্বিক ও মাদাগাস্কারে ঘূর্ণিঝড় ফ্রেডি আঘাত হানে। 

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল