• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

আজকের টাঙ্গাইল

বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ককে যত্নের সঙ্গে লালন করবো: মমতা

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ৫ অক্টোবর ২০২১  

বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ককে অত্যন্ত যত্নের সঙ্গে লালনের অঙ্গীকার ব্যক্ত করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। 
পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেনের অভিনন্দন বার্তার জবাবে সোমবার পাঠানো ফিরতি চিঠিতে মমতা ব্যনার্জি লিখেন- বাংলাদেশ আমাদের অত্যন্ত কাছের, ভৌগোলিক সীমারেখা অতিক্রম করে চিন্তা-চেতনা-মননে আমরা একে-অপরের অত্যন্ত আপন। এই সুসম্পর্ক আগামী দিনে আমরা খুবই যত্নের সঙ্গে লালন করবো।

উপ-নির্বাচনে রেকর্ড ভোটে জয়ী হওয়ায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং তার দল তৃণমূল কংগ্রেসকে একদিন আগে অভিনন্দন জানিয়েছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন। 

গতকাল রোববার পাঠানো মন্ত্রী অভিনন্দন বার্তার কথা উল্লেখ করে মুখ্যমন্ত্রী তার চিঠিতে লিখেন- আপনার শুভেচ্ছা বার্তা আমি পেয়েছি। আপনাকে ও আপনার পরিবারের সকলকে জানাই আমার আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ। বাংলার মানুষ বরাবর আমাদের উপর আস্থা রেখেছেন, আবার রাখলেন। জনগণের এই ভরসা ও ভালোবাসাকে আমরা যোগ্য সম্মান দেবো, সুখে-দুঃখে সবসময় তাদের পাশে থাকব। 

পররাষ্ট্রমন্ত্রী এবং তার পরিবারের সদস্যদের সুস্থ-সুন্দর জীবন কামনা এবং শারদীয় দুর্গা উৎসবের আগাম প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে মমতা ব্যনার্জি তার চিঠির ইতি টানেন।

এদিকে সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মমতা ব্যানার্জিকে লেখা অভিনন্দন বার্তায় পররাষ্ট্রমন্ত্রী প্রত্যাশা ব্যক্ত করেছেন যে, পারস্পরিক মঙ্গল ও উন্নয়নের স্বার্থে, আগামী দিনগুলোতে পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরো ঘনিষ্ঠ এবং পরিপূরক হবে।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল