• শুক্রবার ০৯ জুন ২০২৩ ||

  • জ্যৈষ্ঠ ২৫ ১৪৩০

  • || ১৮ জ্বিলকদ ১৪৪৪

আজকের টাঙ্গাইল

দেশে করোনা শনাক্ত আরো ৪

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ২ এপ্রিল ২০২৩  

দেশে শ্বাসতন্ত্রের প্রাণঘাতী রোগ করোনাভাইরাস গত ২৪ ঘণ্টায় আরো চার জনের দেহে শনাক্ত হয়েছে। তবে এ সময়ে করোনা আক্রান্ত কারো মৃত্যু হয়নি। 
এতে মোট করোনা শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৩৮ হাজার ৩২ জনে। আর মোট মৃত্যুর সংখ্যা ২৯ হাজার ৪৪৬ জনেই অপরিবর্তিত রয়েছে।

শনিবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি এন্ড কন্ট্রোল রুম পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন দুই জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ২০ লাখ ৫ হাজার ৫৪৮ জন।

এদিকে ২৪ ঘণ্টায় ৬৪৭টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৬৫০টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ০ দশমিক ৬৯ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ২৭ শতাংশ।

দেশে ২০২০ সালের ৮ মার্চ প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ঐ বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। 

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল