• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

বাংলাদেশে প্রথমবারের মতো এলো জনসনের করোনার টিকা

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ২১ জানুয়ারি ২০২২  

বাংলাদেশে প্রথমবারের মতো জনসনের তিন লাখ ৩৬ হাজার ডোজ করোনা টিকা এসেছে। যুক্তরাষ্ট্র থেকে কোভ্যাক্সের মাধ্যমে করোনার এই টিকা পেল বাংলাদেশ।

গতকাল বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের সম্প্রসারিত টিকাদান কর্মসূচির প্রধান অধ্যাপক ডা. শামসুল হক সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সহায়তা হিসেবে কোভ্যাক্সের মাধ্যমে এই টিকা পেয়েছে বাংলাদেশ।

জনসনের টিকা এই প্রথম বাংলাদেশে এসেছে। এই টিকা অন্যান্য টিকার মতোই সংরক্ষণ করা যাবে।
যুক্তরাষ্ট্রের কম্পানি জনসন অ্যান্ড জনসনের সহযোগী প্রতিষ্ঠান জেনসেন ফার্মাসিউটিক্যালসের তৈরি এই টিকার ৬৬ শতাংশ কার্যকারিতা পাওয়া যায় পরীক্ষামূলক প্রয়োগে।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল