• মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৩ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল
সর্বশেষ:
আমাদের সকল প্রাপ্তির দ্বার উন্মোচন করে গেছে মুজিব নগর সরকার অস্ট্রেড কমিশনার মনিকা কেনেডিকে ইউসিবি বাংলাদেশের অভ্যর্থনা ইসলামপুরে হিট স্ট্রোকে ব্যবসায়ীর মৃত্যু হিটস্ট্রোকের ঝুঁকি কমাতে যে নির্দেশনাগুলো দিলো স্বাস্থ্য অধিদফতর বাংলাদেশ জলবায়ু উন্নয়ন অংশীদারিত্ব গঠন: প্রধানমন্ত্রী এক্সারসাইজ টাইগার লাইটনিং (টিএল)-২০২৪ এর উদ্বোধনী অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর থাইল্যান্ড সফরে সই হবে ৫ চুক্তি ও সমঝোতা বাংলাদেশ-অস্ট্রেলিয়ার মধ্যে বাণিজ্যিক সম্পর্ক জোরদারের তাগিদ আমরা নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি করেছি: শেখ হাসিনা যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব বাঁচত

তিন দেশ মিলে বাংলাদেশকে ১২ লাখ টিকা দিলো

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০২১  

সুইডেন, সুইজারল্যান্ড ও নরওয়ে যৌথভাবে বাংলাদেশকে করোনাভাইরাসের ১২ লাখ অ্যাস্ট্রাজেনেকার টিকা উপহার দিয়েছে। টিকাগুলো কোভ্যাক্সের আওতায় পেয়েছে বাংলাদেশ।

গতকাল রোববার (১২ ডিসেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় টিকা হস্তান্তর করেন বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত আলেক্সান্ডার ভন লিন্ডা, সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত নাথালি চুয়ার্ড ও নরওয়ের রাষ্ট্রদূত এসপেন রিকটার ভেন্ডসেন।

স্বাস্থ্য সচিব লোকমান হোসেন মিয়ার কাছে এসব টিকা হস্তান্তর করা হয়। এ সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পশ্চিম) সাব্বির আহমেদ চৌধুরী উপস্থিত ছিলেন। 

টিকা হস্তান্তর অনুষ্ঠানে সুইডেনের রাষ্ট্রদূত বলেন, ‘কোভ্যাক্স থেকে বাংলাদেশকে এসব টিকা দেওয়া হয়েছে। এ সহায়তা বাংলাদেশে টিকা কার্যক্রমে সহায়ক হবে। মহামারি মোকাবিলায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।’ 

এ সময় রাষ্ট্রদূত লিন্ডা জানান, দেশটি আগামী বছর জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশে বিনিয়োগ করার পাশাপাশি এ সংকট নিয়ে একসঙ্গে কাজ করবে।

সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত বলেন, ‘সবাই মিলে মহামারি মোকাবিলা করতে হবে। কাউকে বাদ দিয়ে মহামারি মোকাবিলা পুরোপুরি সমাধান সম্ভব হবে না। মহামারির চ্যালেঞ্জ মোকাবিলায় পুরো বিশ্বকে একযোগে কাজ করতে হবে।’ এ সময় সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত জাতিসংঘ ফোরামে বাংলাদেশের সমর্থন চান।

নরওয়ের রাষ্ট্রদূত বলেন, ‘মহামারি মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। বাংলাদেশের টিকা কার্যক্রমে এ উপহার কাজে লাগবে। নরওয়ে মহামারি মোকাবিলায় শক্তিশালী ভূমিকা রাখতে চায়।’

স্বাস্থ্য সচিব লোকমান হোসেন মিয়া বলেন, ‘টিকা দেওয়ার জন্য তিন বন্ধু রাষ্ট্রকে ধন্যবাদ জানাচ্ছি। মহামারির এ সময়ে টিকা সহযোগিতা তিন দেশের সঙ্গে সামনের দিনে আরও ভালো সম্পর্ক তৈরি করবে বলে আমি মনে করি।’

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল