• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

আগামী সপ্তাহে আরও ৫০ লাখ টিকা বাংলাদেশে আসছে

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ১৭ জুলাই ২০২১  

আজ শনিবার (১৭ জুলাই) চীন থেকে আরও ২০ লাখ ডোজ সিনোফার্মের টিকা আসছে। এছাড়া সোমবার (১৯ জুলাই) জাতিসংঘের কোভ্যাক্সের মাধ্যমে আরও ৩০ লাখ ডোজ টিকা পেতে যাচ্ছে বাংলাদেশ। অর্থাৎ আগামী সপ্তাহে মোট ৫০ লাখ করোনার টিকা আসছে দেশে। চীনের টিকা আসার বিষয়টি নিশ্চিত করে ভ্যাকসিন ডেপ্লয়মেন্ট কমিটির সদস্য সচিব ডা. শামসুল হক বাংলা ট্রিবিউনকে বলেন, কোন ফ্লাইটে কয়টায় এ টিকা আসবে তা এখনও নিশ্চিত নই। তবে রাতে আসবে। আমাকে টিকা রাখার জন্য কোল্ড স্টোরেজ প্রস্তুত রাখতে বলা হয়েছে। আমি সে অনুযায়ী কাজ করেছি। আগামীকাল (শনিবার) দিনের বেলাতে সময় জানা যাবে। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, বিভিন্ন উৎস থেকে টিকা সংগ্রহের চেষ্টা ছিল এবং তার সুফল পেতে শুরু করেছি আমরা। এদিকে, কোভ্যাক্সের অধীনে বাংলাদেশকে ৩০ লাখ টিকা দিচ্ছে যুক্তরাষ্ট্র। এছাড়া জাপান ইতোমধ্যে ঘোষণা দিয়েছে তারা ২৯ লাখ অ্যাস্ট্রাজেনেকার করোনার টিকা বাংলাদেশকে খুব শিগগিরই দেবে।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল