• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

ইবি ফটোগ্রাফিক সোসাইটির নেতৃত্বে আবির-হৃদয়

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ১ জুন ২০২৩  

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ফটোগ্রাফারদের সংগঠন ইবি ফটোগ্রাফিক সোসাইটির নতুন কমিটি গঠিত হয়েছে। এতে আল ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের শিক্ষার্থী নাসির উদ্দীন আবিরকে সভাপতি এবং ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের হৃদয় তালুকদারকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
বুধবার সংগঠনটির উপদেষ্টা অধ্যাপক ড. শাহজাহান মণ্ডল, সহকারী অধ্যাপক শরিফুল ইসলাম ও কে এম শরফুদ্দিন এ কমিটির অনুমোদন দেন।


২৩ সদস্যবিশিষ্ট কমিটির অন্য সদস্যরা হলেন- সহসভাপতি আহমেদ জুবায়ের, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান, তন্ময় হাফিজ, মাইনুল ইসলাম ও মোহাম্মদ সালাউদ্দিন, সাংগঠনিক সম্পাদক সিরাজুজ জামান গালিব, ফয়সাল ফাহিম, দফতর সম্পাদক নাঈম ইসলাম, মতিউর রহমান ও শরিফুল ইসলাম মজুমদার, কোষাধ্যক্ষ এস. কে সামিম রেজা, রিজওয়ান খান, প্রকাশনা ও যোগাযোগ বিষয়ক সম্পাদক হাসিন ইনতাসাফ অর্প, পরিকল্পনা ও প্রদর্শনী সম্পাদক ইমন হাসান, শাওয়ানা শামিম, মিডিয়া প্রকাশনা সম্পাদক মোতালেব বিশ্বাস লিখন, বনি আমিন, মানবসম্পদ ব্যবস্থাপক শাহরিয়ার নাফিজ রনি, উপদেষ্টা সম্পাদক ফারহানা ইবাদ, মাহবুবুর রহমান এবং চিত্রনাট্য লেখক সম্পাদক লামিয়া হোসাইন।

নবনির্বাচিত সভাপতি নাছির উদ্দিন আবির বলেন, ‘ইবি ফটোগ্রাফিক সোসাইটির উদ্দেশ্য ছিল বিশ্ববিদ্যালয়ের সব ফটোগ্রাফারদের একত্রিত করে নিজেদের ফটোগ্রাফিক আইডিয়া একে অপরের সঙ্গে বিনিময় করা, ক্যাম্পাসের সম্ভাবনাময় তরুণ ফটোগ্রাফারদের জন্য একটা প্ল্যাটফর্ম তৈরি ও ফটোগ্রাফি চর্চার মাধ্যমে তাদের দক্ষতা উন্নয়ন করা। আমরা সে লক্ষ্যে অটুট। আমরা আমাদের ফটোগ্রাফির মাধ্যমে ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে বাংলাদেশের কাছে উপস্থাপন করার চেষ্টা করি।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল