• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

চবির ডি-ইউনিটে ১৩ হাজার পাশ, ফেল ২৬ হাজার

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ২৮ মে ২০২৩  

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক প্রথমবর্ষের ডি ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। ডি ইউনিটের পরীক্ষায় পাস করেছেন ১৩ হাজার ৫৭ জন ও ফেল করেছে ২৬ হাজার ৭১৩ জন শিক্ষার্থী। পাশের হার ৩২ দশমিক ৮৩ শতাংশ। 
শনিবার রাত সোয়া ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ও ফেইসবুক ভেরিফাইড পেজে ফলাফল প্রকাশ করা হয়।


ভর্তি কমিটির কো-অর্ডিনেটর ও সমাজ বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক সিরাজ উদ দৌল্লাহ বলেন, আমরা আজ ফলাফল প্রকাশ করেছি। মোট ৩৯ হাজার ৭৭০ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১৩ হাজার ৫৭ জন। পরীক্ষায় পাশের হার ৩২ দশমিক ৮৩ শতাংশ। এ বছর মোট পরীক্ষা দিয়েছিল ৩৯ হাজার ৭৭০ জন।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল