• মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৩ ১৪৩১

  • || ০৬ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

কালবৈশাখীতে লন্ডভন্ড বেরোবি ক্যাম্পাস!

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ১৮ মে ২০২৩  

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ক্যাম্পাসের ওপর দিয়ে শক্তিশালী কালবৈশাখী ঝড় বয়ে গেছে। বুধবার মধ্যরাতের এ ঝড়ে ক্যাম্পাসের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
সরেজমিনে দেখা গেছে, বিশ্ববিদ্যালয়ের কৃষ্ণচূড়া রোড, দেবদারু রোড, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, শহীদ মুক্তার এলাহী হল, শেখ ফজলাতুন্নেছা হল, জিরো পয়েন্টসহ ক্যাম্পাসের ৩০টির বেশি গাছ কালবৈশাখীর কবলে পড়ে ভেঙে যায়। 

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাত দেড়টার দিকে অধিকাংশ শিক্ষার্থী যখন ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিল, ঠিক তখনই উত্তর দিক থেকে আঘাত হানে কালবৈশাখী। এসময় ঝড়ের কবলে পড়ে বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ বড় বড় গাছ ভেঙে পড়ে। 

সরেজমিনে দেখা গেছে, প্রায় ১০-২০টি গাছ রাস্তার ওপরে পড়ে আছে। কোনটি মূলসহ আবার কোনটি মাঝ বরাবর ভেঙে পড়েছে। বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হলের সামনের বড় বড় দুটি গাছে ভেঙে পড়ে আছে।

এছাড়া বিশ্ববিদ্যালয়ের ২নং গেট সংলগ্ন পার্কের মোড়ে রাস্তার দুই ধারের চায়ের দোকান, ছোটখাটো দোকান-পাটগুলো কোনটি উড়ে কোথায় গিয়ে পড়েছে, তার কোনো হদিস নেই। আবার কোনটি অন্য একটি দোকানের ওপর লন্ডভন্ড হয়ে পড়ে আছে।

এ বিষয়ে বহিরঙ্গন পরিচালক সাব্বীর আহমেদ চৌধুরী বলেন, কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ক্যাম্পাসের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল