• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

ছয় বোর্ডের ১৪ ও ১৫ মে’র এসএসসি পরীক্ষা স্থগিত

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ১৩ মে ২০২৩  

ঘূর্ণিঝড় মোখার কারণে দেশের ছয় শিক্ষাবোর্ডে আগামী ১৪ মে (রবিবার) ও ১৫ মে (সোমবার) এর এসএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে।

আজ শনিবার (১৩ মে) আন্ত:শিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, চট্টগ্রাম শিক্ষা বোর্ড, কুমিল্লা শিক্ষা বোর্ড, বরিশাল শিক্ষা বোর্ড, যশোর শিক্ষা বোর্ড, বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন আগামী রবিবার ও সোমবার অনুষ্ঠেয় পরীক্ষা স্থগিত করা হয়েছে। অন্যদিকে অন্যান্য বোর্ডে নির্দিষ্ট দিনের পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে।

অধ্যাপক তপন কুমার সরকার জাতীয় বার্তা সংস্থা বাসসকে বলেন, ঘূর্ণিঝড় মোখার কারণে আগামীকাল রবিবারের পরীক্ষা স্থগিত করা হয়েছিল। এখন ছয়বোর্ডের ১৪ ও ১৫ মে অনুষ্ঠিতব্য এসএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্থগিত পরীক্ষার পরিবর্তিত সময়সূচি পরে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল