• বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৫ ১৪৩১

  • || ০৮ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

ডব্লিএসডব্লিডির এবারের কনফারেন্সে হাবিপ্রবির ২৫ শিক্ষার্থী

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ১২ মে ২০২৩  

‘যৌথ সামাজিক কর্মের মাধ্যমে বৈচিত্র্যকে সম্মান করা’ প্রতিপাদ্যকে সামনে রেখে তিন দিনব্যাপী আন্তর্জাতিক কনফারেন্স অনুষ্ঠিত হচ্ছে। প্রথম দিনের কনফারেন্সে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) সমাজবিজ্ঞান বিভাগ এবং ইথিক্যাল সোশাল রিসার্চ ইনিশিয়েটিভের উদ্যোগে ২৫জন শিক্ষার্থীর মোট ১৫টি গবেষণালব্ধ পেপার উপস্থাপন করেন। 
ঢাকায় কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি), মোহাম্মদপুর ওয়াইডব্লিসিএ এবং পিইউবি কনফারেন্স রুমে এই কনফারেন্স অনুষ্ঠিত হয়।


বৃহস্পতিবার (১১ মে) কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান প্রফেসর ড. মেসবাহউদ্দিন আহমেদ। 

এ ছাড়াও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকগণ, বিশ্বের বিভিন্ন সংস্থার প্রধানগণসহ সমাজকর্মের জগতের এক্সপার্টরা উপস্থিত ছিলেন।


পিইউবির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম মোল্লার (সাবেক এমপি) সভাপতিত্বে কনফারেন্সে অফলাইন ও অনলাইন বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিরা গবেষণালব্ধ পেপার তুলে ধরেছেন। এতে হাবিপ্রবির সমাজবিজ্ঞান বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও ইউনিভার্সিটি অব নর্দান ব্রিটিশ কলাম্বিয়ার পিএইচডি গবেষক অধ্যাপক মো. আব্দুর রশিদ অংশ নেন। এছাড়াও হাবিপ্রবির সমাজবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক হাসান জামিলের সার্বিক তত্ত্বাবধানে শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল