• বুধবার ১৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৩ ১৪৩১

  • || ০৭ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা পাকিস্তান-ভারতের চেয়ে ভালো

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ৪ মার্চ ২০২৩  

পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেছেন, বাংলাদেশ এখন উন্নয়নের মডেল। পাকিস্তানকে আমরা অনেক আগেই পেছনে ফেলেছি। তাদের চেয়ে আমাদের আয় ৫০ শতাংশের বেশি। নারী ক্ষমতায়ন, মাথাপিছু আয়, পরিবেশ রক্ষা, সড়ক বিভাগসহ সব ক্ষেত্রেই বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় এক নম্বর। এমনকি বাংলাদেশের শিক্ষার ব্যবস্থাও ভারত-পাকিস্তানের চেয়ে ভালো।
শুক্রবার জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার সরকারি ছাঈদ আলতাফুন্নেছা কলেজ মাঠে আয়োজিত বঙ্গবন্ধু শিক্ষক ক্যাম্পে এসব কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, এই সোনার বাংলার রূপকল্প অংকন করা আছে। সেই রূপকল্প বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের বিকল্প নেই। অতীতে অন্য কেউ দেশকে এতটা এগিয়ে নিতে পারেনি। এখন দেশে শেখ হাসিনার চেয়ে শক্তিশালী নেতাও নেই। তিনি বিশ্বের অন্যতম নন্দিত নেতা।

এ সময় উপস্থিত ছিলেন- জাতীয় সংসদের হুইপ ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, রাজশাহী মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মো. হাবিবুর রহমান, জয়পুরহাটের পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন প্রমুখ।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল