• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

বাংলাদেশি শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ দেবে ইইউ

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২২  

বাংলাদেশের  গরীব অসহায় মেধাবী শিক্ষার্থীরা যারা উচ্চশিক্ষায় শিক্ষিত হতে পারছে না, তাদেরকে সব ধরণের সুযোগ সুবিধা দিয়ে উচ্চশিক্ষার ব্যবস্থা করবে ইউরোপীয় ইউনিয়ন।
ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি রোববার দুপুরে সাভারের আশুলিয়ায় ড্যাফোডিল  ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইরাসম্যাচ ল্যাব উদ্বোধন শেষে এ তথ্য জানান।

তিনি বলেন, বাংলাদেশে এখন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভালো পড়ালেখা হচ্ছে। এতে করে শিক্ষার্থীরা উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে দেশের বিভিন্ন সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানে অবদান রাখছেন। 

ইউরোপীয় ইউনিয়ন যেকোনো বিষয়ে বাংলাদেশকে সব বিষয়ে সহযোগিতা করবে বলেও জানান চার্লস হোয়াইটলি।

ল্যাব উদ্বোধন শেষে রাষ্ট্রদূত সেখানে একটি সেমিনারে অংশ নেন ও শিক্ষার্থীদের সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। এ সময় উপস্থিত ছিলেন- ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান ড. সবুর খান, উপাচার্য প্রফেসর ড. এসএম মাহবুবুল হক মুজুমদার, আন্তর্জাতিক বিষয়ক পরিচালক ড. মোহাম্মদ ফখরে হোসেন প্রমুখ।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল