• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

শিক্ষার্থীদের করোনার টিকা দেওয়ার বিষয়ে আলোচনা চলছে: শিক্ষামন্ত্রী

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ৩ অক্টোবর ২০২১  

স্বাস্থ্য অধিদফতরের সঙ্গে সারাদেশের শিক্ষার্থীদের করোনার টিকা দেওয়ার বিষয়ে আলোচনা চলছে বলে জানিয়েছেন বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। 
আজ রোববার (৩ অক্টোবর) দুপুরে চাঁদপুর সার্কিট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, স্বাস্থ্য অধিদফতরের সঙ্গে শিক্ষার্থীদের টিকা দেওয়ার বিষয়ে আলোচনা চলছে। যাদের বয়স ১২ বছরের বেশি তাদেরকে একটি টিকা দেওয়ার সুযোগ রয়েছে। সেটাও যে কোনো জায়গায় দেওয়া যাবে না। আরো কিছু কারিগরি সহায়তার বিষয় রয়েছে। হয়তো শুধুমাত্র, সিটি কর্পোরেশন এলাকার শিক্ষার্থীদের এই টিকা দেয়া সম্ভব হবে।

শিক্ষামন্ত্রী আরো বলেন, কখন, কিভাবে টিকা দেওয়া শুরু করতে পারব, তা নিয়ে স্বাস্থ্য অধিদফতরের সঙ্গে কথাবার্তা চলছে। শিগগিরই এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।

এসময় স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল