• রোববার ০৩ ডিসেম্বর ২০২৩ ||

  • অগ্রহায়ণ ১৮ ১৪৩০

  • || ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

বিমানবন্দরে ফের রাইস কুকারে মিলল দেড় কোটি টাকার সোনা

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৩  

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে মালিকবিহীন লাগেজে থাকা রাইস কুকার থেকে এক কেজি ৮৫০ গ্রাম সোনা উদ্ধার করেছে কাস্টমস কর্তৃপক্ষ। যার মূল্য এক কোটি ৪৮ লাখ টাকা।
শনিবার বিকেলে সোনাগুলো চট্টগ্রাম কাস্টমস হাউসে জমা দেওয়া হয়। এর আগে শুক্রবার সকালে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সোনাগুলো উদ্ধার করা হয়।

চট্টগ্রামের কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক বশির আহমেদ জানান, উদ্ধার হওয়া সোনার মালিক পাওয়া যায়নি। শুক্রবার লাগেজটি ওমান এয়ারের একটি ফ্লাইটে চট্টগ্রাম পৌঁছে। পরিত্যক্ত লাগেজটি কেউ দাবি করে কি-না, সেজন্য শনিবার দুপুর পর্যন্ত অপেক্ষা করা হয়। পরে বিকেলে চট্টগ্রাম কাস্টমস হাউসে জমা দেওয়া হয়।

এর আগে শুক্রবার এয়ার এরাবিয়ার ফ্লাইটের এক যাত্রীর লাগেজে পাওয়া রাইস কুকার থেকে এক কেজি ৭০০ গ্রাম সোনা উদ্ধার করা হয়। এ ঘটনায় মোহাম্মদ আলী নামে এক যাত্রীকে আটক করেন কাস্টমস কর্মকর্তারা।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল