• রোববার ০৩ ডিসেম্বর ২০২৩ ||

  • অগ্রহায়ণ ১৮ ১৪৩০

  • || ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

বরিশালে চাষ হচ্ছে বিদেশি মাল্টা

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৩  

বরিশালে এখন বিদেশি ফল মাল্টা চাষ হচ্ছে। শুধু তাই নয় একদিকে যেমন বাড়ছে আবাদি জমির পরিমাণ, তেমনি বাড়ছে মাল্টার উৎপাদন। বেশি লাভবান হওয়ায় মাল্টা চাষে আগ্রহী হচ্ছেন কৃষকরা।
বরিশালের উজিরপুর উপজেলার শিকারপুর গ্রামে প্রথম মাল্টার বাগান করেন গুরুদাস ব্যানার্জী শ্যামল। তার বাগানে রয়েছে অর্ধশত মাল্টা গাছ। চারা রোপণের দু’বছর পর থেকেই পেতে শুরু করেন ফল। তিনি ৩ লাখ টাকা খরচ করে প্রায় ৮ লাখ টাকার ব্যবসা করেন এই বাগান থেকে।

গুরুদাস ব্যানার্জী শ্যামল বলেন, চারা রোপণের প্রথম দু’বছর পর বাগান থেকে প্রায় ৩৫ হাজার টাকার মাল্টা বিক্রি করি। এরপরের বছর বিক্রি করি ১ লাখ ৩৫ হাজার টাকা এবং তার পরের বছর ২ লাখ ৩৫ হাজার টাকার মাল্টা বিক্রি করি। এভাবে প্রতি বছর এ বাগান থেকে মাল্টা বিক্রি করি। মাল্টা গাছ সাধারণত ৫-৭ বছর ভালো ফলন দেয়।

বরিশাল কৃষি সম্প্রসারণ অফিদফতরের তথ্যমতে, চলতি বছর এ জেলায় প্রায় ২০০ একর জমিতে মাল্টা আবাদ হয়েছে। উৎপাদন হয়েছে ৪০০ মেট্রিক টন মাল্টা। যা দু’বছর আগের চেয়ে ৭৫ মেট্রিক টন বেশি।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের অতিরিক্ত উপ-পরিচালক রেজাউল হাসান বলেন, বরিশাল অঞ্চলে মাল্টা চাষ দিনদিন বেড়েই চলেছে। তাই আমরা চেষ্টা করছি আরো ছড়িয়ে দেওয়ার। সেজন্য মাল্টা প্রক্রিয়াজাতকরণ, সংরক্ষণ বিষয়ে আমরা কাজ করে যাচ্ছি।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল