• রোববার ২৪ সেপ্টেম্বর ২০২৩ ||

  • আশ্বিন ৯ ১৪৩০

  • || ০৮ রবিউল আউয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

টানা ৩ সপ্তাহ কমলো সয়াবিনের দাম

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২৩  

সয়াবিনের দাম আন্তর্জাতিক বাজারে আবার কমেছে। শুক্রবার শিকাগো বোর্ড অব ট্রেডে (সিবিওটি) দর হারিয়েছে তেলবীজটি। এর আগেও টানা দুই সপ্তাহ কমেছিল সয়াবিনের দাম, তবে চলতি সপ্তাহে কিছুটা মূল্য বৃদ্ধি পেয়েছিল।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ আমেরিকায় সয়াবিনের উৎপাদন ভালো হতে পারে। ইউরোপেও সেই সম্ভাবনা রয়েছে। ফলে বিশ্ববাজারে সরবরাহ বৃদ্ধি পেতে পারে। এই প্রত্যাশায় ভোজ্যতেল উৎপাদনকারী বীজটির দরপতন ঘটেছে।

মার্কিন কৃষি বিভাগ (ইউএসডি) জানিয়েছে, প্রায় ২২০ মিলিয়ন বুশেল সয়াবিন চূর্ণ করা হয়েছে। এতে বাণিজ্য আরামদায়ক হতে শুরু করেছে। ফলে মূল্যও হ্রাস পাচ্ছে।

সিবিওটিতে আগামী নভেম্বরের সয়াবিনের সরবরাহ মূল্য কমেছে ১৩ সেন্ট। প্রতি বুশেলের দাম স্থির হয়েছে ১৩ ডলার ৪৭ সেন্টে।

সবমিলিয়ে গত সপ্তাহে সয়াবিনের দর নিম্নগামী হয়েছে ১ দশমিক ১ শতাংশ। এ নিয়ে টানা ৩ সপ্তাহ তেলবীজটির দরপতন ঘটলো।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল