• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

একদিনে দেশে এলো ৬৭০০ মেট্রিক টন পেঁয়াজ

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ৯ জুন ২০২৩  

দেশের বিভিন্ন স্থলবন্দর দিয়ে ভারতীয় পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। এ পর্যন্ত চারদিনে ভারত থেকে দেশে এসেছে ১৫ হাজার মেট্রিক টন পেঁয়াজ। এর মধ্যে বৃহস্পতিবার একদিনেই এসেছে ৬ হাজার ৭০০ মেট্রিক টন পেঁয়াজ।
বৃহস্পতিবার কৃষি মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, সোমবার পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়ার পর থেকে এখন পর্যন্ত দেশে এসেছে ১৫ হাজার মেট্রিক টন পেঁয়াজ। আর চারদিনে ৫ লাখ ৪ হাজার মেট্রিক টন পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, গত সোমবার থেকে সরকার পেঁয়াজ আমদানির অনুমতি দেয়। এর আগে, রোববার আমদানির অনুমতির বিষয়টি জানায় কৃষি মন্ত্রণালয়।

গত শনিবার পেঁয়াজের দাম প্রতি কেজি ১০০ টাকায় উঠেছিল। রোববার আমদানির অনুমতি দেওয়ার খবর আসার পর পরই পাইকারি বাজারে পেঁয়াজের দাম কেজিতে ২৫ টাকা পর্যন্ত কমে যায়। বুধবার দেশের পাইকারি বাজারে ভারতীয় পেঁয়াজ বিক্রি হয়েছে ৪০-৪৫ টাকায়। এর প্রভাবে কমেছে দেশি পেঁয়াজের দামও। দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৫০-৫৪ টাকায়।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল