• বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৫ ১৪৩১

  • || ০৮ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

বাংলাদেশে প্রতিশ্রুতি ও অর্থছাড় বাড়িয়েছে জাইকা

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ৩০ মে ২০২৩  

বাংলাদেশে প্রতিশ্রুতি ও অর্থছাড় বাড়িয়েছে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)। বাংলাদেশকে নমনীয় শর্তের দ্বিতীয় সর্বোচ্চ ঋণের প্রতিশ্রুতি ও অর্থছাড় করেছে সংস্থাটি, যা ১৯৭৪ সালের পর সদ্য বিদায়ী অর্থবছরে এটি জাপানি সর্বোচ্চ প্রতিশ্রুতি ও অর্থছাড়। 

বিদায়ী এ অর্থবছরে সংস্থাটি বাংলাদেশের ৫টি গুরুত্বপূর্ণ প্রকল্পে মোট ৩৩১ বিলিয়ন জাপানি ইয়েন বা ২৫১ বিলিয়ন অর্থ সহায়তার প্রতিশ্রুতি দিয়েছিল। যার মধ্যে ২৬১ বিলিয়ন বা ২৬ হাজার ১০০ কোটি জাপানি ইয়েন ছাড়ও করেছে সংস্থাটি। 

সোমবার এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় জাইকা। ওডিএ ঋণ প্যাকেজের অংশ হিসেবে এই ঋণ সহযোগিতা দিয়েছে জাইকা। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এর আগে গত অর্থবছরে বাংলাদেশের জন্য সর্বোচ্চ ২৬৪ বিলিয়ন বা ২৬ হাজার ৪০০ কোটি জাপানি ইয়েন ছাড় করেছিল জাইকা। ২০২১ সালেই জাইকা বাংলাদেশকে সবচেয়ে বেশি পরিমাণে ঋণ সহায়তা দিয়েছিল। বিদায়ী অর্থবছরে ৫টি প্রকল্পের আওতায় এই অর্থছাড় করা হয়েছে। এগুলো হলো- ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট উন্নয়ন, দক্ষিণ চট্টগ্রাম আঞ্চলিক উন্নয়ন প্রকল্প, মাতারবাড়ী বন্দর উন্নয়ন, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক উন্নয়ন এবং জয়দেবপুর-ঈশ্বরদী সেকশনের ডুয়েল গেজ ডাবল রেললাইন নির্মাণ প্রকল্প।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল