• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

দেশের জিডিপি প্রবৃদ্ধি হতে পারে ৬.৪ শতাংশ, জানালো বিশ্বব্যাংক

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ৭ অক্টোবর ২০২১  

প্রাণঘাতি ভাইরাস করোনার প্রভাবে বিশ্বব্যাপী অর্থনীতি কিছুটা বিপর্যস্ত হলেও বাংলাদেশের ক্ষেত্রে ঘুরে দাঁড়ানোর আভাস দিয়েছে বিশ্বব্যাংক। চলতি ২০২১-২২  অর্থবছরে মোট দেশজ উৎপাদনে (জিডিপি) প্রবৃদ্ধি ৬ দশমিক ৪ শতাংশ হতে পারে বলে সংস্থাটি জানিয়েছে।
বৃহস্পতিবার বিশ্বব্যাংকের 'সাউথ এশিয়ান ইকোনমিক ফোকাস'-এর ‘মোড় পরিবর্তন: ডিজিটাইজেশন ও সেবানির্ভর উন্নয়ন’ বিষয়ক সর্বশেষ প্রতিবেদনে এ পূর্বাভাস দেয় সংস্থাটি। 

এ প্রতিবেদনে বিশ্বব্যাংক বাংলাদেশ সম্পর্কে আরো বলেছে, আগামী ২০২২-২৩ অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি আরো বেড়ে ৬ দশমিক ৯ শতাংশ হতে পারে।

প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের অর্থনীতি ২০২০-২১ অর্থবছরের দ্বিতীয়ার্ধ থেকেই ঘুরে দাঁড়াচ্ছে। ভবিষ্যতে দেশটির অর্থনীতি আরো ভালো হবে। তবে বিষয়টি করোনার টিকা দেওয়ার গতির ওপর নির্ভর করছে বলেও উল্লেখ করেছে বিশ্বব্যাংক।

বিশ্বব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, চলতি অর্থবছরে দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে বেশি প্রবৃদ্ধি হতে পারে মালদ্বীপের। দেশটির প্রবৃদ্ধি ১১ শতাংশ হতে পারে। এরপরই ভারতের প্রবৃদ্ধি সাড়ে ৭ শতাংশ হতে পারে। তার পরেই বাংলাদেশের অবস্থান। বিশ্বব্যাংক বলেছে, সমষ্টিগতভাবে দক্ষিণ এশিয়ায় গড়ে ৭ দশমিক ১ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি হতে পারে।

বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়াবিষয়ক প্রধান অর্থনীতিবিদ হ্যান্স টিমার বলেছেন, মহামারি দক্ষিণ এশিয়ার অর্থনীতিতে গভীর প্রভাব ফেলেছে। ভবিষ্যতে উন্নতি নির্ভর করছে টিকা দেওয়ার গতি, করোনার নতুন ভ্যারিয়েন্টের সম্ভাব্য বৃদ্ধি এবং কোনো বৈশ্বিক অর্থনৈতিক মন্দার ওপর।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল