• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

আজকের টাঙ্গাইল

প্রথমবার বাংলাদেশকে প্রায় আড়াই কোটি টাকা ভ্যাট দিল ফেসবুক

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ২৯ জুলাই ২০২১  

চলতি মাসে ঢাকা দক্ষিণ ভ্যাট কমিশনারেটে ২ কোটি ৪৪ লাখ টাকা ভ্যাট রিটার্ন জমা করেছে বিশ্বের জনপ্রিয় যোগাযোগ মাধ্যম ফেসবুক।ফেসবুকের পক্ষে প্রাইসওয়াটারহাউসকুপারস বাংলাদেশ সিটিব্যাংক এনএর মাধ্যমে এ ভ্যাট রিটার্ন জমা দেয়। বাংলাদেশে ব্যবসা পরিচালনাকারী নিবন্ধিত অনাবাসী প্রতিষ্ঠানের কাছ থেকে প্রথমবার ভ্যাট রিটার্ন পেয়েছে ভ্যাট বিভাগ। ঢাকা দক্ষিণ ভ্যাট কমিশনারেট সূত্রে এসব জানা গেছে। 

ঢাকা দক্ষিণ ভ্যাট কমিশনারেটের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, চলতি মাসে নিয়মিত করদাতা হিসেবে ভ্যাট রিটার্ন দিয়েছে ফেসবুক। নিবন্ধিত করদাতাকে লেনদেনের হিসাব জানিয়ে প্রতি মাসে ভ্যাট রিটার্ন জমা দিতে হয়।

গত ১৩ জুন ফেসবুক ঢাকা দক্ষিণ ভ্যাট কমিশনারেট থেকে অনাবাসী প্রতিষ্ঠান হিসেবে ব্যবসায় নিবন্ধন নম্বর (বিআইএন) নিয়েছে, যা ভ্যাট নিবন্ধন হিসেবে পরিচিত। প্রতিষ্ঠানটি আয়ারল্যান্ডের ঠিকানা ব্যবহার করেছে।

এ পর্যন্ত ভ্যাটের নিবন্ধন নিয়েছে চারটি অনাবাসী প্রতিষ্ঠান। ফেসবুক ছাড়া অন্য প্রতিষ্ঠানগুলো হলো- গুগল, আমাজন ও মাইক্রোসফট।

গত ২৩ মে গুগল,  ২৭ মে আমাজন, ১ জুলাই মাইক্রোসফট  ভ্যাট নিবন্ধন নিয়েছে। আগামী আগস্টে রিটার্ন দেওয়া শুরু করবে মাইক্রোসফট। বাকি ভ্যাট রিটার্ন জমা দেওয়ার সময় বাড়ানোর আবেদন করেছে।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল