• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল
সর্বশেষ:

রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যায় ২৯ জনের নামে চার্জশিট

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ১৪ জুন ২০২২  

রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যা মামলায় ২৯ জনের নামে আদালতে চার্জশিট দাখিল করা হয়েছে। গতকাল দুপুরে উখিয়া থানা পুলিশ এটি দাখিল করে।

থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানান, চার্জশিটে ২৯ জনকে অভিযুক্ত করা হয়েছে, যাদের মধ্যে ১৫ জন কারাগারে রয়েছে, ১৪ জন পলাতক। আদালতসূত্র জানিয়েছেন, অন্তরিন ১৫ জনের মধ্যে চারজন ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। একই সঙ্গে তিনজন সাক্ষীও ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। এ হত্যাকাণ্ডে ৩৬ জনকে জড়িত হিসেবে শনাক্ত করা হলেও সাতজনের ঠিকানা শনাক্ত করা সম্ভব হয়নি, ফলে ২৯ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়েছে।

উল্লেখ্য, ২০২১ সালের ২৯ সেপ্টেম্বর রাতে উখিয়ার কুতুপালং লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্পের ডি-ব্লকের আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটস (এআরএসপিএইচ) কার্যালয়ে বন্দুকধারীর গুলিতে নিহত হন মুহিবুল্লাহ। তিনি ওই সংগঠনের চেয়ারম্যান ছিলেন।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল