• শনিবার ০৫ অক্টোবর ২০২৪ ||

  • আশ্বিন ২০ ১৪৩১

  • || ৩০ রবিউল আউয়াল ১৪৪৬

ভোলায় গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক দিবসে মানববন্ধন

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ৩০ আগস্ট ২০২৪  

জেলায় আজ গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক দিবস উপলক্ষে মানববন্ধন ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বেলা ১১টায় সদর রোডে এ কর্মসূচির আয়োজন করে ‘অধিকার’ ও ‘মায়ের ডাক’। ‘অধিকার’- এর জেলা সমন্বয়কারী মো. আফজাল হোসেনের সভাপতিত্বে এ মানববন্ধনে বক্তব্য রাখেন নুরনবী রুবেল, রাকিবুল ইসলাম, নবীর হোসেন প্রমুখ। এ সময় বক্তারা গুম বিরোধী আন্তর্জাতিক সনদে বাংলাদেশ স্বাক্ষর করায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান। মানববন্ধনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, ব্যবসায়ী, গুমের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্য, এনজিও কর্মীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন। পরে শহরে একটি র‌্যালি বের করা হয়।