• সোমবার ১৬ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ১ ১৪৩১

  • || ১১ রবিউল আউয়াল ১৪৪৬

চাঁদপুর জেলায় পুলিশ দাপ্তরিক কাজ ও সড়কে নেমেছে

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ১২ আগস্ট ২০২৪  

জেলায় আজ শেখ হাসিনা সরকারের পতনের একসপ্তাহ পরে জেলার আটটি থানার পুলিশ সদস্যরা একযোগে সড়কে নেমেছেন এবং দাপ্তারিক কার্যক্রম শুরু করেছেন।
আজ সোমবার বেলা সাড়ে ১১টায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ইয়াসির আরাফাত এর নেতৃত্বে শহরের শপথ চত্বর এলাকায় এসে সদর মডেল থানার পুলিশ অবস্থান নেয়।
এর আগে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ মুহসীন আলম, পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুর রাজ্জাক দু’টি গাড়ী করে থানার পুলিশ সদস্যদের নিয়ে শপথ চত্বরে আসেন।
সেখানে পুলিশ কর্মকর্তা ও সদস্যদেরকে ফুল দিয়ে বরণ করেন চাঁদপুর জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আব্দুর রহিম, জেলা সেক্রেটারী অ্যাডভোকেট মাসুদুল ইসলাম বুলবুল, শহর জামায়াতের আমির অ্যাডভোকেট শাহাজাহান খান প্রমুখ নেতৃবৃন্দ।
এরপর অতিরিক্ত পুলিশ সুপারসহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা শহরের সড়কে দায়িত্বপালনকারী শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা সমন্বয়কদের সাথে কথা বলেন।