• সোমবার ১৬ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ১ ১৪৩১

  • || ১১ রবিউল আউয়াল ১৪৪৬

নাটোরে জেলা পুলিশের কার্যক্রম শুরু

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ১২ আগস্ট ২০২৪  

আজ থেকে জেলা পুলিশের সব কার্যক্রম শুরু হয়েছে। জেলার সাতটি থানা, আদালত, গোয়েন্দা এবং ট্রাফিক পুলিশ পূর্ণ কার্যক্রম শুরু করেছে।
লালপুর থানার ওসি নাছিম আহম্মেদ জানান, লালপুর থানা পুলিশের ৬৪ সদস্য গতরাত থেকেই দায়িত্ব পালন শুরু করেছেন।
বিশেষ শাখার ডিআই-ওয়ান কাজী জালাল উদ্দিন জানান, জেলা পুলিশের সব জনবল কর্মে নিয়োজিত হয়েছেন। যানবাহন সহযোগে বাইরে পেট্রোল ডিউটিসহ সব কাজই চলছে।
পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম বলেন, গতরাত থেকেই জেলা পুলিশের সদস্যবৃন্দ কর্মে নিয়োজিত হতে শুরু করেন। আইন-শৃংখলা পরিস্থিতি সমুন্নত রাখা, জননিরাপত্তা নিশ্চিত করাসহ পুলিশের আনুষঙ্গিক সব কাজই জেলা পুলিশ একযোগে শুরু করেছে।