• সোমবার ১৬ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ১ ১৪৩১

  • || ১১ রবিউল আউয়াল ১৪৪৬

শেরপুরের শ্রীবরদীতে বজ্রপাতে নিহত ২

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ১২ আগস্ট ২০২৪  

জেলার শ্রীবরদী উপজেলার সিংগাবরুনা ইউনিয়নের নবীনপুর গ্রামে আমন ধানের চারা রোপণ করতে গিয়ে বজ্রপাতে দুই দিনমজুরের নিহত হয়েছেন। রোববার সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নবীনপুর গ্রামের সিরাজুল হক ভুট্টুর ছেলে মামুন মিয়া ও পার্শ্ববর্তী বগুলাকান্দি গ্রামের মৃত ফজল হকের ছেলে সাদু মিয়া।
সিংগাবরুনা ইউনিয়নের স্থানীয় ইউপি সদস্য মোস্তাফিজুর রহমান লিটুল জানান,  কৃষিমজুর মামুন ও সাদু মিয়া মাঠে আমন ধানের চারা রোপণের কাজ করছিলেন। এ সময় হঠাৎ বৃষ্টি পড়তে থাকে। এক পর্যায়ে বৃষ্টির ও বজ্রপাত হলে তারা মাটিতে লুটিয়ে পড়ে ঘটনাস্থলেই মারা যায় মামুন ও সাদু মিয়া। পরে স্থানীয়রা তাদেরকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।