• সোমবার ১৬ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ১ ১৪৩১

  • || ১১ রবিউল আউয়াল ১৪৪৬

কুড়িগ্রামে সড়কে শৃংখলা ও ময়লা পরিস্কারে নেমেছে শিক্ষার্থীরা

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ৭ আগস্ট ২০২৪  

কুড়িগ্রামে আন্দোলনকারী শিক্ষার্থীরা সড়কে শৃংখলা ফিরিয়ে আনা এবং রাস্তাঘাট পরিস্কার পরিচ্ছন্নতা অভিজানে নিজেরাই নেমে পরেছে। 

শহরের দাদামোড়, ঘোষপাড়া, পৌরবাজার, কলেজমোড়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় আনসারের পাশাপাশি শিক্ষার্থীরা যানজট নিরসনে ট্রাফিকের দায়িত্ব পালন করছে। 
পাশাপাশি পৌরসভার পরিচ্ছন্নতার কাজ চলমান না থাকায় শিক্ষার্থীরা কোমড় বেঁধে ঝাড়– হাতে পরিস্কার পরিচ্ছন্নতার কাজ শুরু করেছে। বুধবার (৭ আগস্ট) সকাল থেকে প্রচন্ড গড়মের মধ্যে তারা এই সহযোগিতাপূর্ণ কাজ চালিয়ে যাচ্ছে। তাদের সাথে যোগ দিয়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের এরকম মানবিক কাজে সাধারণ মানুষ ভূয়সী প্রশংসাসহ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
অটোচালক দুর্গাপুরের খয়বর জানান, ‘বাচ্চাগুলা গড়মের মধ্যে খুব কষ্ট করি ট্রাফিকের কাম করতেছে। দেখি খুব ভালো নাগতেছে।’
অটোযাত্রী নাজমা জানান, ‘আমাদের সন্তানদের জন্য গর্ব হচ্ছে। তারা ঘরে ঠিকমতো কাজ করে কিনা জানি না। কিন্তু রাষ্ট্র সংস্কারে ও শহর পরিচ্ছন্নতায় তারার অনন্য অবদান রাখছে।’
সড়কে দায়িত্ব পালন করা ও পরিচ্ছন্নতা কাজে সম্পৃক্ত শিক্ষার্থী নাহিদ, মিলন, রিয়া, রুহি ও রাকিব জানায়, ‘আমরা পরিচ্ছন্নতার কাজ করছি। পাশাপাশি সড়কে ট্রাফিকের দায়িত্ব পালন করছি। যারা হেলমেট না পরে মটর সাইকেল চালাচ্ছেন তাদেরকে সচেতনতাও করছি।’