• রোববার ০৩ ডিসেম্বর ২০২৩ ||

  • অগ্রহায়ণ ১৮ ১৪৩০

  • || ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

রাজধানীতে ককটেলসহ আটক ২

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ২১ নভেম্বর ২০২৩  

রাজধানীর ডেমরার একটি পরিত্যক্ত বাড়িতে নাশকতার উদ্দেশে ককটেল তৈরির সময়ে দুইজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। সোমবার সন্ধ্যায় তাদের আটক করা হয়। অভিযানে বিপুল পরিমাণ ককটেল এবং ককটেল তৈরির সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে। র‌্যাব-৩ অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে র‌্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিট এবং ডগ স্কোয়াড টিম রওয়ানা করেছে। বোম্ব ডিসপোজাল ইউনিটের কার্যক্রম শেষ হওয়ার পর এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল