• সোমবার ১১ ডিসেম্বর ২০২৩ ||

  • অগ্রহায়ণ ২৬ ১৪৩০

  • || ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় একজনের যাবজ্জীবন

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৩  

চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় পলাশ আলি নামে একজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়।
বুধবার দুপুরে অতিরিক্ত দায়রা জজ রবিউল ইসলাম এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। দণ্ডপ্রাপ্ত ব্যক্তি শিবগঞ্জ উপজেলার কিরণগঞ্জ গ্রামের বাসিন্দা।

একই মামলায় অপরাধ প্রমাণিত না হওয়ায় সদর উপজলার বাখর আলী গ্রামের সাদিকুল ইসলামকে খালাস দেওয়া হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, ২০১৬ সালের ২৯ নভেম্বর উপজেলার বাসুপুর গ্রামে ১৫০ গ্রাম হেরোইনসহ গ্রেফতার হন পলাশ। এ সময় দৌড়ে পালিয়ে যান সাদিকুল ইসলাম। ঐদিনই শিবগঞ্জ থানায় মামলা করেন শিবগঞ্জ থানার এসআই গোতম চদ্র মালি।

মামলার তদন্ত কর্মকর্তা ও শিবগঞ্জ থানার এসআই শহিদুল ইসলাম ২০১৭ সালর ১২ জানুয়ারি আদালত অভিযোগপত্র জমা দেন। পরে দীর্ঘ শুনানি শেষে আজ রায় দেন আদালত।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল