• রোববার ০৩ ডিসেম্বর ২০২৩ ||

  • অগ্রহায়ণ ১৮ ১৪৩০

  • || ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

বসার জায়গা নিয়ে দ্বন্দ্ব, বিএনপির ২ নেতার ধাক্কাধাক্কি

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২৩  

বরিশালে কেন্দ্রীয় বিএনপির সংবাদ সম্মেলনস্থলে বসার জায়গা নিয়ে বাগবিতণ্ডার একপর্যায়ে দুই নেতার মধ্যে ধাক্কাধাক্কি হয়েছে।
বৃহস্পতিবার রাতে নগরীর সদর রোডে বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘটনা ঘটে।

ঐদিন মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুকের সঙ্গে কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক নান্নুর এ ধাক্কাধাক্কির ঘটনা ঘটে।

এর আগেও দলের বিভিন্ন কর্মসূচিতে মাহাবুবুল হক নান্নু অনেক নেতাকর্মীদের সঙ্গে খারাপ আচরণ করেছেন বলে অভিযোগ রয়েছে।

এ বিষয়ে মহানগর বিএনপির সদস্য সচিব মীর জাহিদুল কবির জাহিদ বলেন, মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক প্রধান অতিথির চেয়ারের উত্তর পাশে বসেছেন। দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব আবুল কালাম শাহিনসহ আমরা বসছি দক্ষিণ পাশের দর্শক সারিতে। মাহবুবুল হক নান্নু বসেছিলেন দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন খানের পাশে।

তিনি বলেন, এরই মধ্যে উত্তর জেলা বিএনপির আহ্বায়ক দেওয়ান শহিদুল্লাহ চলে আসেন। সাধারণত আহ্বায়করা প্রধান অতিথির পাশের চেয়ারের সাড়িতে একসঙ্গে বসেন। তখন নান্নু বলেন, ঐ পাশে বসলে অসুবিধা কী। এই নিয়ে মনিরুজ্জামান খান ফারুকের সঙ্গে নান্নুর বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে ধাক্কাধাক্কি হয়। পরে নান্নু সম্মেলনস্থল থেকে বেরিয়ে যান।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল