• রোববার ০৩ ডিসেম্বর ২০২৩ ||

  • অগ্রহায়ণ ১৮ ১৪৩০

  • || ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

গাইবান্ধায় অটোরিকশার চাপায় শিশুর মৃত্যু

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২৩  

গাইবান্ধার সাঘাটায় ব্যাটারি চালিত অটোরিকশার চাপায় সোহম সাহা (৯) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।  
শনিবার (২৩ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ভরতখালী ইউপির উল্যাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সোহম সাহা উল্যাবাজারের ব্যবসায়ী সুজন সাহার ছেলে। 

প্রত্যক্ষদর্শী জানান, বেলা সাড়ে ১১টার দিকে সোহম সাহা বাড়ি থেকে বের হয়ে উল্লাবাজার-সাঘাটা সড়ক দিয়ে স্থানীয় উল্লাবাজারের দিকে যাচ্ছিল। এ সময় বেপরোয়া গতির একটি ব্যাটারি চালিত অটোরিকশা তাকে চাপা দেয়৷ এতে ঘটনাস্থলেই সোহমের মৃত্যু হয়।

সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিব হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল