• রোববার ০৩ ডিসেম্বর ২০২৩ ||

  • অগ্রহায়ণ ১৮ ১৪৩০

  • || ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

নারায়ণগঞ্জে গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ ৪

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২৩  

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় অবৈধ গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের চারজন অগ্নিদগ্ধ হয়েছেন।
শুক্রবার গভীর রাতে উপজেলা সদরের দিঘিরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দগ্ধরা হলেন- সোহান তালুকদার, তার স্ত্রী সায়মা আক্তার, কানিজ খাদিজা নিপা ও তার মা হাসিনা মমতাজ।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের সহকারী উপ-পরিচালক ফখরুদ্দিন জানান, উপজেলার দিঘিরপাড় এলাকার সাকিনস্থ সফর আলী ভূইয়া কলেজের পূর্ব পাশে ছানাউল্লা মিয়ার বাড়ির চার তলার পশ্চিম পাশের ফ্ল্যাটে থাকা অবৈধ গ্যাস লাইনের বিস্ফোরণ ঘটে। এ সময় ফ্ল্যাটে থাকা চারজন ভাড়াটিয়া আহত হন। পরে ফায়ার সার্ভিস ও  পুলিশ আহতদের উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে তাদের ঢাকা মেডিকেল কলেজ শেখ হাসিনা জাতীয় বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।

আড়াইহাজার থানার ওসি ইমদাদুল ইসলাম তৈয়ব বলেন, দগ্ধ চারজনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। এরমধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল