• রোববার ০৩ ডিসেম্বর ২০২৩ ||

  • অগ্রহায়ণ ১৮ ১৪৩০

  • || ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

রাস্তা পার হতে গিয়ে প্রাণ গেল মুসার

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২৩  

গাজীপুর সিটি করপোরেশনের নাওজোড় এলাকায় বাসচাপায় মুসা শেখ নামে এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন।
শনিবার সকাল ৭ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত মুসা শেখ সিরাজগঞ্জ সদর থানার চরখোসা বাড়ি গ্রামের মজিদ মন্ডলের ছেলে। তিনি স্থানীয় এম এন্ড জে জেনেসিস ফ্যাশন্স কারখানার সুইং কোয়ালিটি বিভাগের অডিটর হিসেবে কাজ করতেন।

জানা গেছে, শনিবার সকালে কারখানার উদ্দেশ্য বাসা থেকে বের হন মুসা শেখ। নাওজোড় এলাকায় পৌঁছে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পারাপার হচ্ছিলেন তিনি। এ সময় দ্রুতগতির তাকওয়া পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

বাসন থানার ওসি আবু সিদ্দিক বলেন, বাসচাপায় এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় বাস ও চালককে আটক করা হয়েছে।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল