• রোববার ০৩ ডিসেম্বর ২০২৩ ||

  • অগ্রহায়ণ ১৮ ১৪৩০

  • || ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

মাদারীপুরে যুবককে কুপিয়ে জখম

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২৩  

মাদারীপুরে জেলা মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি নেতা তুহিন দর্জিকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শুক্রবার (২২ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে মাদারীপুর সদর উপজেলার ঝাউদি এলাকায় এ ঘটনা ঘটে।

আহত তুহিন দর্জি মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জাকির দর্জি ছেলে। 

জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় বন্ধু শিমুল সরদারের সঙ্গে মোটরসাইকেল নিয়ে ঝাউদি এলাকায়  কাজে যান তুহিন দর্জি। কাজ শেষে ফেরার পথে মোটরসাইকেলের গতিরোধ করে তুহিন ও শিমুলের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। শিমুল কৌশলে পালিয়ে গেলেও এলোপাতাড়ি কুপিয়ে তুহিনকে জখম করে তারা। 

এ সময় তুহিনের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে দ্রুত পালিয়ে যায় দুর্বৃত্তরা। স্থানীয়রা গুরুতর অবস্থায় তুহিনকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করে। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

মাদারীপুর সদর মডেল থানার ওসি মো. মনোয়ার হোসেন চৌধুরী বলেন, এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল