• রোববার ০৩ ডিসেম্বর ২০২৩ ||

  • অগ্রহায়ণ ১৮ ১৪৩০

  • || ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

ওঝার ঝাড়ফুঁকে নামল না সাপের বিষ, প্রাণ গেল সোহাগের

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২৩  

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় সাপের কামড়ে সোহাগ আলী নামে এক যুবকের মৃত্যু হয়েছে। 
শুক্রবার (২২ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। মৃত সোহাগ আলী দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের ফুলবাড়ি গ্রামের শমসের আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে সোহাগসহ কয়েকজন নিজ গ্রাম থেকে চাকুলিয়ায় যাচ্ছিলেন। এ সময় সোহাগের বাম পায়ে একটি বিষধর সাপ কামড় দেয়। পরে নিজ গ্রাম ফুলবাড়ি নিয়ে যাওয়া হয়। সেখান থেকে কাছাকাছি দূরত্ব হওয়ায় ভারত সীমান্তের এক ওঝার নিকট নিয়ে ঝাড়ফুঁক করা হয়। পরে অবস্থার অবনতি হলে চুয়াডাঙ্গা হাসপাতালে নেয়ার পথেই মারা যান সোহাগ। 

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আল ইমরান জুয়েল বলেন, রাতে কয়েকজন ব্যক্তি মৃত অবস্থায় সোহাগকে জরুরি বিভাগে নিয়ে আসেন। তারা জানান, সাপের কামড়ের পর ওঝার কাছে নিয়ে ঝাঁড়ফুক করেছেন। মৃতের বাম পায়ে সাপের কামড়ের আলামত দেখতে পেয়েছি। হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়েছে।

দর্শনা থানার ওসি বিপ্লব কুমার সাহা বলেন, জেনেছি সাপের কামড়ে একজন মারা গেছেন। ঘটনাস্থলে পুলিশ হয়েছে।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল