• বৃহস্পতিবার ২৮ সেপ্টেম্বর ২০২৩ ||

  • আশ্বিন ১৩ ১৪৩০

  • || ১২ রবিউল আউয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

জীবিকার তাগিদে দক্ষিণ আফ্রিকা, লাশ হয়ে ফিরলেন ফেনীর শিপন

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৩  

জীবিকার তাগিদে দক্ষিণ আফ্রিকায় যান ফেনীর দাগনভূঞার ফখরুল ইসলাম শিপন। সম্প্রতি সেখানে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। সোমবার বিকেলে তার মরদেহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছে। রাতে মরদেহ বাড়ি এসে পৌঁছালে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়।
শিপন উপজেলার পূর্ব চন্দ্রপুর মডেল ইউনিয়নের ওমরাবাদ গ্রামের আমিন বাড়ির মৃত আবদুস সাত্তারের ৫ম ছেলে।

পরিবার সূত্র জানায়, মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় নিজ বাড়ির সামনে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে শিপনের মরদেহ দাফন করা হবে। গত ১৪ সেপ্টেম্বর রাত আড়াইটার দিকে দক্ষিণ আফ্রিকার একটি হাসপাতালে মারা যান তিনি। ছয় ভাই এক বোনের মধ্যে ৫ম শিপন।

জীবিকার তাগিদে দীর্ঘ ১৭ বছর আগে পাড়ি জমান দক্ষিণ আফ্রিকায়। এর মধ্যে ২০১২ সালে দেশে এসে বিয়ে করেন। নুসরাত সুলতানা নামে একটা কন্যাসন্তান হয়। আবার কিছুদিন পর তিনি ঐ দেশে চলে যান। এদিকে, নিজে প্রবাসে থাকলেও বিচ্ছেদ হয়ে যায় স্ত্রীর সঙ্গে। সর্বশেষ ২০২২ সালের আগস্টে আবারো দেশে এসে পুনরায় বিয়ে করেন। একমাত্র কন্যাসন্তান নুসরাত সুলতানা ছাড়া এ সংসারে এখনো কোনো সন্তান হয়নি তাদের। এরই মধ্যে তার মৃত্যু সংবাদ আসে বাড়িতে।

মৃতের বড় ভাই মিজানুর রহমান জানান, বিয়ের এক বছর মাথায় স্বামীকে হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়ে শিপনের স্ত্রী। একইসঙ্গে বাবার মৃত্যর সংবাদে কেঁদে কেঁদে পরিবেশ ভারী করে তুলছে তার ১০ বছর বয়সী একমাত্র কন্যাও।

পূর্ব চন্দ্রপুর মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ রায়হান বলেন, শিপনের মৃত্যু আমাদের জন্য বেদনাদায়ক। তার একমাত্র সন্তানের আহাজারি বাতাস বাড়ি করে তুলছে। আমি তার বিদেহী আক্তার মাগফিরাত কামনা করি।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল