• রোববার ২৪ সেপ্টেম্বর ২০২৩ ||

  • আশ্বিন ৯ ১৪৩০

  • || ০৮ রবিউল আউয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

কুমিল্লায় জজ মিয়া হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২৩  

কুমিল্লার হোমনায় জজ মিয়া হত্যা মামলায় একজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি এ মামলায় আরো দুই আসামিকে খালাস প্রদান করা হয়।
সোমবার বিকেলে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৩য় আদালতের বিচারক রোজিনা খান এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালত উপস্থিত ছিলেন।

দণ্ডপ্রাপ্ত আজাদ জেলার হোমনা উপজেলার হোমনা সরদার বাড়ির বাহাদুর মিয়ার ছেলে এবং খালাসপ্রাপ্তরা হলেন- উদ্দিন ও নাসির উদ্দিন। তারা মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির আপন ভাই।

মামলা সূত্রে জানা যায়, ২০১৫ সালের ২২ মে সন্ধ্যায় জজ মিয়া বাড়ির পাশে পৌর নতুন বাসস্ট্যান্ড এলাকার একটি মাঠে বসে একজনের সঙ্গে গল্প করছিলেন। এসময় পূর্ব শত্রুতার জেরে আসামিরা এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেন জজ মিয়াকে।

এ ঘটনার পরদিন ২৩ মে নিহতের বড় ভাই জুলহাস বাদী হয়ে একই উপজেলার হোমনা সরদার বাড়ির বাহাদুর মিয়ার ছেলে আসামি আজাদ মিয়া, সালা উদ্দিন ও নাসির উদ্দিনসহ ৩-৪ জনকে আসামি করে হোমনা থানায় মামলা করেন।

মামলায় ১৫ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ এবং আসামি আজাদ মিয়ার স্বীকারোক্তিমূলক জবানবন্দি অনুযায়ী আজাদ মিয়াকে মৃত্যুদণ্ড এবং অপর দুই আসামি সালা উদ্দিন ও নাসির উদ্দিনের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদেরকে খালাস দেন আদালত।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল