• মঙ্গলবার ০৩ অক্টোবর ২০২৩ ||

  • আশ্বিন ১৮ ১৪৩০

  • || ১৭ রবিউল আউয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

লালমোহনে সাপুড়েদের ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২৩  

ভোলার লালমোহন উপজেলায় সাপুড়েদের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে শরিয়তপুর জেলা থেকে আগত সাপুড়েদের একটি দলের সঙ্গে প্রীতি ফুটবল ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করেছে ভোলা জেলা সাপুড়ে দল।
লালমোহন ডিজিটাল পার্ক মাঠে অনুষ্ঠিত এ প্রীতি ম্যাচের উদ্বোধন করেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন।

এ সময় তিনি বলেন, প্রধানমন্ত্রী সব শ্রেণি-পেশার মানুষের অধিকার নিশ্চিত করেছেন। তাদের সম্মান বৃদ্ধি করেছেন। এজন্য বর্তমানে কোনো ভেদাভেদ নেই, সবাই সমান সুবিধা পাচ্ছেন।

সাপুড়েদের প্রীতি ম্যাচে শরিয়তপুর জেলা ১-০ গোলে জয় লাভ করে।

এ সময় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মনির হাওলাদার, তথ্য ও গবেষণা সম্পাদক শাহিন জুয়েল, উপজেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক রাহাত আনোয়ারসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল