• মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৩ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল
সর্বশেষ:
হিটস্ট্রোকের ঝুঁকি কমাতে যে নির্দেশনাগুলো দিলো স্বাস্থ্য অধিদফতর বাংলাদেশ জলবায়ু উন্নয়ন অংশীদারিত্ব গঠন: প্রধানমন্ত্রী এক্সারসাইজ টাইগার লাইটনিং (টিএল)-২০২৪ এর উদ্বোধনী অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর থাইল্যান্ড সফরে সই হবে ৫ চুক্তি ও সমঝোতা বাংলাদেশ-অস্ট্রেলিয়ার মধ্যে বাণিজ্যিক সম্পর্ক জোরদারের তাগিদ আমরা নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি করেছি: শেখ হাসিনা যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব বাঁচত দ্বিতীয় ধাপে মনোনয়নপত্র জমা দিলেন যারা বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নিতে চায় কিরগিজস্তান: সালমান এফ রহমান ঝুঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম : শেখ হাসিনা

কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ৩ জুন ২০২৩  

জামালপুরের সরিষাবাড়ীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। ৩ জুন সকালে উপজেলা শিল্পকলা একাডেমিতে বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ও শিক্ষাবিদ প্রিন্সিপাল মো. আব্দুর রশীদের উদ্বোধনীতে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের অবসরপ্রাপ্ত গভর্নর আবু হেনা মোহাম্মদ রাজী হাসান।

বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের আহ্বায়ক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল কালাম আজাদের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন তেজগাঁ কলেজের অধ্যক্ষ ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ড. মো. হারুন অর রশীদ, সরকারি বঙ্গবন্ধু কলেজের অধ্যক্ষ মোশারফ হোসেন, সরিষাবাড়ী কলেজের উপাধ্যক্ষ মো. মিজানুর রহমান, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি ফরিদুল ইসলাম।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত ১৮৪ জন কৃতি শিক্ষার্থীদের মাঝে সম্মাননা স্মারক প্রদান করেন।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল