• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

জামালপুরে টিকেট কালোবাজারী গ্রেফতার

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ৩ জুন ২০২৩  

জামালপুর রেলওয়ে স্টেশন প্ল্যাটফর্মে অভিযান চালিয়ে ১৩টি আন্তঃনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের টিকেটসহ এক টিকেট কালোবাজারীকে গ্রেফতার করেছে জামালপুর রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মো.জামাল উদ্দিন(৩৬)। সে জামালপুর পৌর শহরের সাহাপুর এলাকার মৃত আজিজুল হকের ছেলে।
রেলওয়ে নিরাপত্তা বাহিনীর পরিদর্শক হাসান মোহাম্মদ জানান, দীর্ঘদিন ধরে একটি সংঘবব্ধ চক্র জামালপুর রেলওয়ে স্টেশন প্ল্যাটফর্ম এলাকায় অতিরিক্ত মূল্যে আন্তঃনগর ট্রেনের টিকেট বিক্রি করে আসছিল। এমন তথ্যের ভিত্তিতে শনিবার সকালে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর ইউনিট ইনচার্জ মো.মাজেদুল ইসলামের নেতৃত্বে হাবিলদার মাসুদ রানা, সিপাহী শামীম ফারাজী, জাহিদুল ইসলাম ও ইউসুফ আলী টিকেট কাউন্টারের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন। এ ঘটনায় জামালপুর রেলওয়ে থানায় একটি মামলা হয়েছে।
জামালপুর রেলওয়ে নিরাপত্তা বাহিনীর ইউনিট ইনচার্জ মাজেদুল ইসলাম বলেন, রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যদের কঠোর হস্তক্ষেপে জামালপুর রেলওয়ে স্টেশন প্ল্যার্টফর্ম এলাকা দীর্ঘদিন টিকেট কালোবাজারী মুক্ত ছিলো। সম্প্রতি টিকেট কালোবাজারীদের অপতৎপরা ফের বৃদ্ধি পাওয়ায় আমরা এখন থেকে নিয়মিতভাবে অভিযান পরিচালনা করবো।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল