• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

আজকের টাঙ্গাইল

দুরমুঠে প্রাণঘাতী সেই বৃক্ষটি অপসারণের দাবি

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ২ জুন ২০২৩  

মানুষের জীবনকেড়ে নেওয়া প্রাণঘাতী সেই বৃক্ষটি অপসারণের দাবি উঠেছে আমবাড়িয়া বাজার ব্যবসায়ী ও এলাকাবাসীর মাঝে। তারা বাজারের ক্রেতা বিক্রেতাদের স্বাভাবিক কেনা বেচার প্রয়োজনে অনতি বিলম্বে ঝড়ে পড়া সেই বটগাছটি ও তার সাথে ঝুঁকিপূর্ণ কয়েকশ বছরের পুরোনো কড়ই গাছটিও কেটে নেওয়ায় দাবি জানিয়েছেন।
মঙ্গলবার, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, মির্জা আজম এমপি ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গেলে এলাকাবাসী তার কাছে এমন দাবি জানিয়েছেন।
জানাযায়, সম্প্রতি মেলান্দহের উপর দিয়ে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে দুরমুঠ ইউনিয়নের বেশ কয়েকটি গ্রাম ক্ষতিগ্রস্ত হয়। এরমধ্যে আমবাড়িয়া বাজারে দোকানের উপর কয়েকশ বছরের একটি পুরোনো বটগাছ উপরে পড়ে প্রাণ যায় সুজন (৩৫ ) নামের একজনের । আহত হন আরও কয়েকজন। ভাঙচুর হয় বাজারের পাশে আবু বক্করের বাড়ি। অল্পের জন্যে বেঁচে যায় তার স্ত্রী। এর দুই সপ্তাহ পেরিয়ে গেলেও সেই প্রাণঘাতী বিশাল বৃক্ষটি আজও অপসারণ হয়নি। যার কারণে বাজারের সকল ব্যবসায়ীর কেনা বেচা বন্ধ হয়েগেছে। গাছের নীচে চাপা পরে আছে বেশ ৮/১০টি দোকানপাট। এমতাবস্থায় উপরে পড়া সেই বটগাছটির সাথে ঝুঁকিপূর্ণ কয়েকশ বছরের পুরোনো কড়ই গাছটিও কেটে নেওয়ার দাবি উঠেছে।
আমবাড়িয়া বাজার ব্যবসায়ী নুরুল ইসলাম তহুর বলেন, ঝড়ে উপরে পড়া গাছটির সাথে কড়ই গাছটিও ইতিমধ্যে ফাটল ধরেছে। যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। তাই, আমরা বাজারের সবাই আতংকের মধ্যে আছি।
এব্যাপারে মেলান্দহ উপজেলা পরিষদ চেয়ারম্যান, ইঞ্জিনিয়ার কামরুজ্জামান বলেন, আমবাড়িয়া বাজারে ঝড়ে উপরে পড়া সেই গাছটি যাতে দ্রুত কেটে দেওয়া যায় আমরা সেই চেষ্টা করছি।
মেলান্দহ উপজেলার নির্বাহী কর্মকর্তা, সুহেল মিয়া বলেন, দুইটি গাছই কেটে নেওয়ার ব্যাপারে আমরা সড়ক ও জনপথ বিভাগকে বলেছি। তারা খুব শিঘ্রই কেটে নিবে।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল