• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

আজকের টাঙ্গাইল

কক্সবাজার সমুদ্রসৈকতে ভেসে এলো জোড়া ইরাবতী ডলফিন

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ৩১ মার্চ ২০২৩  

কক্সবাজার সমুদ্রসৈকতে ভেসে এসেছে দুইটি ইরাবতী ডলফিন। বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধ পয়েন্টে ডলফিনগুলো ভেসে আসে। পরে একটি জোয়ারে ভেসে যায়, অপরটি সৈকতে আটকা পড়ে।
মৃত আটকা পড়া ডলফিনটি তিন ফুট লম্বা এবং ওজন প্রায় ১৫ কেজি। খবর পেয়ে সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের একটি পর্যবেক্ষণ দল ঘটনাস্থল পরিদর্শন করে।

পর্যবেক্ষণ শেষে সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক সাঈদ বেলাল হায়দর জানান, প্রাথমিক পর্যবেক্ষণে দেখা যায় মৃত ডলফিনটির দেহে অসংখ্য আঘাতের চিহ্ন রয়েছে এবং দেহে পচন ধরেছে। ধারণা করা হচ্ছে- জেলেদের জালে আটকা পড়ে কিংবা অন্য কোনোভাবে আঘাতপ্রাপ্ত হয়ে ডলফিনের মৃত্যু হয়েছে।

তিনি আরো জানান, ইরাবতী ডলফিন তীর থেকে বেশি দূরে যায় না। উপকূলের কাছাকাছি বসবাস করে। জেলেদের জালে আটকে মারা যাওয়া এবং বাসস্থান ধ্বংস হওয়া ইরাবতী ডলফিনের প্রধান বিপদ।

কক্সবাজার বন পরিবেশ সংরক্ষণ পরিষদের সভাপতি দীপক শর্মা দীপু জানান, বাংলাদেশে ইরাবতী ডলফিন সংরক্ষণে সংশ্লিষ্ট সবার এগিয়ে আসা প্রয়োজন।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল