• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

টেকনাফে রোহিঙ্গা ডাকাতের হামলায় ভাই-বোন গুলিবিদ্ধ

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ৩১ মার্চ ২০২৩  

কক্সবাজারের টেকনাফ উপজেলায় আশ্রয় শিবিরে রোহিঙ্গা ব্যবস্থাপনা কমিটির সদস্য সৈয়দ আহমদের (৫২) ঘরে হামলা চালিয়েছেন রোহিঙ্গা ‘ডাকাত কামাল’ গ্রুপের সদস্যরা।
শুক্রবার উপজেলার হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা আশ্রয় শিবিরের এইচ ব্লকে এ ঘটনা ঘটে।

রোহিঙ্গা ডাকাতের হামলায় সৈয়দ আহমদের ভাই মো. রফিক (২৭) ও বোন রোজিনা আক্তার (৩২) গুলিবিদ্ধ হয়েছেন। তারা নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা আশ্রয় শিবিরের এইচ ব্লকের ৬৩৪/১ নম্বর শেডের বাসিন্দা সুলতান আহমদের সন্তান।

১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ হাসান বারী নূর এ তথ্য নিশ্চিত করেছেন।

এপিবিএন ও প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সকালে  রোহিঙ্গা ‘ডাকাত কামাল’ গ্রুপের সক্রিয় সদস্য মোহাম্মদ আলম, সাদ্দাম হোসেনসহ ৮-১০ জন অস্ত্রধারী আশ্রয় শিবিরে ঢুকে রোহিঙ্গা ব্যবস্থাপনা কমিটির সদস্য সৈয়দ আহমদের (৫২) ঘরে হামলা করেন। এ সময় তারা ৮ থেকে ১০টি গুলিবর্ষণ করেন। এতে সৈয়দ আহমদের ভাই মো. রফিক ও রোজিনা আক্তার গুলিবিদ্ধ হন। তাদের উদ্ধার করে আশ্রয় শিবির-সংলগ্ন আইপিডি হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন।

টেকনাফ মডেল থানার ওসি মো. আবদুল হালিম বলেন, এ ব্যাপারে তিনি অবগত আছেন। তবে এ ঘটনায় এখনো পর্যন্ত কেউ থানায় কোনো অভিযোগ করেননি। 

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল