• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

আজকের টাঙ্গাইল

সিরাজগঞ্জে পুকুরে মিলল প্রাচীন বিষ্ণুমূর্তি

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ৩১ মার্চ ২০২৩  

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় পুকুর খননকালে প্রাচীন কালের পাথরের তৈরি একটি বিষ্ণুমূর্তি উদ্ধার করা হয়েছে।

শুক্রবার সকাল ৯টার দিকে তাড়াশ উপজেলার মাগুড়া বিনোদ ইউনিয়নের ঘরগ্রামে জয়নাল আবেদীন নামে এক ব্যক্তির পুকুর খননকালে মূর্তিটি দেখতে পান শ্রমিকরা। দুপুরে সেটি তাড়াশ থানা হেফাজতে নেয় পুলিশ।

তাড়াশ থানার ওসি মো. শহিদুল ইসলাম জানান, সকালে ঘরগ্রামে জয়নাল আবেদীনের পুকুর সংস্কার করা হচ্ছিল। মাটি খননের একপর্যায়ে একটি বিষ্ণুমূর্তি দেখতে পান শ্রমিকরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মূর্তিটি উদ্ধার করে থানায় আনে।

তিনি আরো জানান, স্থানীয়রা বলছেন- পুকুরটি একজন জমিদারের ছিল। উদ্ধার হওয়া মূর্তি বেলে পাথরের বলে হিন্দু সম্প্রদায়ের লোকজন ধারণা করছেন। তবে এটি বেলে নাকি কষ্টি পাথরের সেটা প্রত্নতত্ত্ববিদরা পরীক্ষার পর বলতে পারবেন। আর পরীক্ষার পরই প্রাচীন বিষ্ণুমূর্তির মূল্য সম্পর্কে জানা যাবে। বিভাগীয় প্রত্নতত্ত্ব অধিদফতরের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল