• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

আজকের টাঙ্গাইল
সর্বশেষ:
চ্যালেঞ্জ মোকাবিলায় তৎপর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ সমগ্র বিশ্বে আত্মমর্যাদাশীল একটি জাতি : স্পিকার ভারতের কাছে পাঁচটি খাদ্যপণ্যের নিশ্চিত সরবরাহ চায় বাংলাদেশ চীনের সঙ্গে রাজনৈতিক-অফিসিয়াল যোগাযোগ বাড়াতে প্রস্তুত বাংলাদেশ হাঙ্গেরির প্রেসিডেন্টের কাছে বাংলাদেশি রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ বঙ্গবন্ধুকে হত্যার পর স্বাধীনতা ঘোষণার ইতিহাস বিকৃত করা হয় বাংলাদেশের সঙ্গে কাজ করতে প্রস্তুত অস্ট্রেলিয়া বাংলা নববর্ষ উদযাপনে মানতে হবে ১৩ নির্দেশনা পদ্মাসেতুর নির্মাণশৈলী দেখে মুগ্ধ ভুটানের রাজা অ্যানেসথেসিয়াজনিত দুর্ঘটনা প্রতিরোধে মন্ত্রণালয়ের ৬ দফা নির্দেশনা

মেলান্দহে অটোগাড়ির ব্যাটারি চুরি, গ্রেপ্তার ৩

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ৩১ মার্চ ২০২৩  

জামালপুরের মেলান্দহে অটোগাড়ির ব্যাটারি চুরির দায়ে তিনজনকে আটক করেছে পুলিশ। ৩০ মার্চ রাতে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের বানিয়াবাড়ী এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকৃতরা হলেন- বানিয়াবাড়ী গ্রামের বাবুল খা এর ছেলে মোশারফ হোসেন শাওন (২৩), রবিউল ইসলামের ছেলে রিফাত মিয়া (২১) ও আব্দুল মান্নানের ছেলে জুয়েল মিয়া (২২)।

মামলা সূত্রে জানা গেছে, উপজেলার মাহমুদপুর ইউনিয়নের বানিয়াবাড়ী গ্রামের বেদুর উল্লাহর ছেলে বিল্লাল হোসেনকে (১৮) নেশা দ্রব্য খাইয়ে অবচেতন করে অটোগাড়ি রেখে ব্যাটারি নিয়ে পালিয়ে যায়। খোঁজাখুঁজি করে বিল্লালকে না পেয়ে তার মোবাইলে কল দিলে অন্য একজন মোবাইল ধরে জানায়, সে বানিয়াবাড়ী শাহ ভাঙাপাড়া ব্রিজের পাশে অজ্ঞান অবস্থায় পড়ে আছে। স্থানীয়রা ঘটনাস্থল থেকে বিল্লাল হোসেনকে উদ্ধার করে বাড়িতে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসায় কিছুটা সুস্থ হয়। স্বজনদের জিজ্ঞাসাবাদে বিল্লাল জানায় তাকে স্থানীয় কয়েকজন যুবক মিলে ভাড়ার কথা বলে নিয়ে যায়, পরে নেশা দ্রব্য খাইয়ে অজ্ঞান করে ফেলে যায়।

বাদীর অভিযোগের ভিত্তিতে মেলান্দহ থানা পুলিশ রাতেই তাৎক্ষণিক অভিযান চালিয়ে অটোগাড়ি ও ধান ক্ষেতে লুকিয়ে রাখা ব্যাটারি উদ্ধার করে ও অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করে।

এঘটনায় ভুক্তভোগীর বাবা বেদুর উল্লাহ বাদী হয়ে মেলান্দহ থানায় মামলা দায়ের করেছেন। আসামিরা হলেন, বানিয়াবাড়ী গ্রামের সুজন মিয়ার ছেলে গোলাম রাব্বী (২০), বাবুল খা এর ছেলে মোশারফ হোসেন শাওন (২৩), দুলুর ছেলে মাহিন (২১), নবীর ছেলে নঈম (২০), আব্দুল মান্নানের ছেলে জুয়েল (২২), সেলিম মিয়ার ছেলে রাজু (২০), কাজলের ছেলে খোরশেদ মিয়া (২১), সাজুরের ছেলে কোরবান আলী (২০) ও রবিউল ইসলামের ছেলে রিফাত মিয়া (২১)।

এ বিষয়ে মেলান্দহ থানার ওসি দেলোয়ার হোসেন জানান, ভুক্তভোগী বিল্লাল হোসেনের বাবা বেদুর উল্লাহ বাদী হয়ে মামলা দায়ের করেছেন। তিনজন আসামিকে গ্রেপ্তার করে আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল