• সোমবার ১১ ডিসেম্বর ২০২৩ ||

  • অগ্রহায়ণ ২৬ ১৪৩০

  • || ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

ঘাস কাটতে কাটতে মাটিতে লুটিয়ে পড়লেন কৃষক

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ৫ মার্চ ২০২৩  

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার বাস স্টেশনের গরুবাজার সংলগ্ন চাষের  জমি থেকে একজন কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (৫ মার্চ) বিকেল ৩ টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঈদগাঁও থানা পুলিশের ওসি গোলাম কবির। 

তিনি জানান, উদ্ধারকৃত মরদেহ ঈদগাঁও মেহেরঘোনা এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে মীর আহমদ (৭৮)।

মীর আহমদের ছেলে মোহাম্মদ জাকারিয়া জানান, আমার বাবা দুপুর ১২ টার দিকে গরুর জন্য ঘাস কাটতে যায় জমিতে। বিকেল ৩টার দিকে জানতে পারি আমার  বাবা ঘাস কাটতে কাটতে মাটিতে লুটিয়ে পড়েন এবং সেখানে মারা যান৷ আমার বাবা মৃগী রোগী ছিলেন।

ওসি গোলাম কবির বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। এরপর সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।  

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল