• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

চট্টগ্রাম জামেয়া মহিলা ফাযিল মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ৯ ফেব্রুয়ারি ২০২৩  

মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে ২০২২ সালে অনুষ্ঠিত আলিম পরীক্ষায় চট্টগ্রামের সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান জামেয়া আহমদিয়া সুন্নিয়া মহিলা ফাযিল মাদরাসা শতকরা ৯৮.৮৪ ভাগ পাশের মাধ্যমে ঈর্ষণীয় সাফল্য অব্যাহত রেখেছে ।  

এবার মোট ৮৬ জন পরীক্ষার্থীর মধ্যে ৮৫ জন উত্তীর্ণ হয় । 'এ' প্লাস ৫৮ জন, 'এ' ২৭ জন,  ১ জন এক বিষয়ে অংশ গ্রহন করে নাই।

উল্লেখ্য, দেশের বৃহত্তর দ্বীনি সংস্থা আনজুমান এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের ব্যবস্থাপনায় সুপরিচালিত জামেয়া আহমদিয়া সুন্নিয়া মহিলা ফাযিল মাদরাসা জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৬, ২০১৭,২০১৮  প্রতিযোগিতায় থানা ও  চট্টগ্রাম জেলা পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরিতে পুরষ্কারপ্রাপ্ত এবং বিভাগীয় শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে সরকার কর্তৃক স্বীকৃতি অর্জন করেছে।

এই দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান ইসলামী আদর্শালোকে নারী শিক্ষায় অগ্রণী ভূমিকা রাখছে উল্লেখ করে জামেয়া মহিলা ফাযিল মাদরাসার অধ্যক্ষ ড. মোহাম্মদ সরওয়ার উদ্দীন এ সফলতার জন্য মশায়েখ হযরাতে কেরাম, 
পরিচালনা পর্ষদ, শিক্ষকমণ্ডলী , অভিভাবকসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল